Advertisement
Advertisement

Breaking News

জলের নিচে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নজির এই যুগলের

প্রচলিত ধ্যান ধারণার ধার ধারেননি মহারাষ্ট্রের নিখিল ও স্লোভাকিয়ার ইউনিকা পোগরান।

In a first, couple ties knot underwater in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 27, 2017 11:15 am
  • Updated:January 27, 2017 11:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে মানেই জাঁক-জমক, আলোর রোশনাই। বিয়ে মানেই সাজ-গোজ আর ভুরিভোজ। তবে বিয়ের প্রচলিত ধ্যান ধারণার ধার ধারেননি মহারাষ্ট্রের নিখিল ও স্লোভাকিয়ার ইউনিকা পোগরান।

wedding3_web

Advertisement

বৃহস্পতিবার, কেরালার কোভালাম সৈকতে, জলের নিচে বিয়ে করে নজির গড়লেন তাঁরা। জলের নিচেই করা হল সমস্ত আয়োজন। পিঠে অক্সিজেন সিলিন্ডার ও সাঁতারের সরঞ্জাম গায়ে বিবাহ পাশে আবদ্ধ হলেন ওই প্রেমিক যুগল। এই বিয়েতে উপস্থিত ছিলেন নিখিল ও স্লোভাকিয়ার ইউনিকার আট জন বন্ধু। আর পাঁচ জনের থেকে একটু আলাদা ভাবে প্ল্যাকার্ডের মাধ্যমে পরস্পরের সাথে চিরকাল থাকার শপথ নিলেন তাঁরা।

wedding2_web

গতবছর কোভালাম বেড়াতে এসে নিখিলের সঙ্গে আলাপ হয় ইউনিকার। অল্প সময়ের মধ্যেই পেশায় স্কুবা ডাইভার নিখিলের সঙ্গে প্রেমে পড়ে জান ওই বিদেশিনী। তারপর বিয়ে। জলের নিচে বিয়ে ভারতে এই প্রথম। এই বিয়ের আয়োজন করেছিল বণ্ড ওশান সাফারি নামের একটি সংস্থা। ব্যবহার করা হয়েছিল প্রাকৃতিক উপাদান। তারা জানিয়েছে, বিয়ের মণ্ডপটি বানানোর জন্য ব্যবহার করা হয়েছিল নারকেলের খোলা, ফুল। প্রেক্ষাপটে ছিল নানা রঙের প্রবাল শ্রেণি ও সামুদ্রিক মাছ।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement