Advertisement
Advertisement

যমজ শিশুর জোড়া মাথা আলাদা করার চ্যালেঞ্জ নিল এইমস

সাফল্যের সম্ভাবনা ২৫ শতাংশেরও কম।

In a first, AIIMS doctor to split conjoined twins at Head

ছবি: প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 29, 2017 12:58 pm
  • Updated:October 2, 2019 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস তৈরি হচ্ছে। এই প্রথম ভারতে কোনও যমজ শিশুর মাথা আলাদা করতে অস্ত্রোপচার শুরু হয়েছে। ওড়িশার বাসিন্দা জগা আর বালিয়া। বয়স দুবছর চার মাস। আপাত দৃষ্টিতে বেশ সুস্থ সবল যমজ। তবে সমস্যা একটাই তাদের মাথা জোড়া। এই জোড়া মাথা আলাদা করার জন্য অস্ত্রোপচার শুরু করেছেন দিল্লির এইমসের চিকিৎসকরা।

[চিকিৎসার আড়ালেই নার্সের নৃশংস হত্যালীলা, একে একে ৯০ জন খুন!]

Advertisement

যথেষ্ট ঝুঁকি রয়েছে এই অপারেশনে। প্রাণহানির সম্ভাবনাও থাকছে। তবু সোমবার সকাল ন’টা থেকে এই যুদ্ধে নেমেছেন এইমসের চিকিৎসকরা। লক্ষ্য একটাই, দুই শিশুরই প্রাণ বাঁচানো। যদিও সে সম্ভাবনা খুব কম। চিকিৎসা বিজ্ঞান বলছে, দু’লাখ শিশুর মধ্যে এইরকম মাথা জোড়া যমজ শিশুর জন্ম হয় একটি করে। ভারতে এরকম দশটি শিশুর মধ্যে জন্মের সময়ই চার জোড়া মারা যায়। বাকি তিনজনের মৃত্যু হয় জন্মের ২৪ ঘন্টার মধ্যে। ১৯৫২ সাল থেকে এরকম মোট ৫০টি অপারেশন হয়েছে, সাফল্যের হার পঁচিশ শতাংশেরও কম।

[দিল্লিতে কলকাতা পুলিশের জালে বেআইনি অর্থলগ্নি সংস্থার কর্ণধার]

এই অপারেশন শুরুর আগে এইমসের চিকিৎসকরা জানান প্রাণপণ চেষ্টা চলছে দুজনকেই বাঁচানোর। তবে যদি একজনকেও তাঁরা বাঁচাতে পারেন সেটাই হবে ঐতিহাসিক পদক্ষেপ।

[চোর সন্দেহে সারা শরীরে সুচ ফুটিয়ে অত্যাচার, বর্বরতা জয়নগরে]

ওড়িশার জগা আর বালিয়ার শুধু মাথাটাই জোড়া নয়, তাদের মস্তিস্ক থেকে হার্টে রক্ত পাঠায় একই ধমনী। ফলে জটিলতা আছে, পৃথক করার ক্ষেত্রে। এই সমস্যা ছাড়া তাদের আর কোনও সমস্যা নেই অন্য পাঁচটা শিশুর মতোই তারাও স্বাভাবিকভাবেই জীবনযাপন করে। করে খেলাধূলা। অপারেশন করে কৃত্রিম ধমনী তৈরি করার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। তারপর মস্তিস্ক আলাদা করার চেষ্টা করবেন তাঁরা। এটাই হবে অপারেশনের প্রথম ধাপ। পরের ধাপে ত্বক ও মাথা আলাদা করা হবে। এই দুটি ধাপে অপারেশন সফল করার চেষ্টা করে চলেছেন কুড়ি জন শিশু চিকিৎসক, প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞের দল। জাপান থেকে সার্জেন আনানো হয়েছে গোটা প্রক্রিয়ায় সাহায্য করার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। ওড়িশার কান্ধামাল জেলার কৃষক দম্পতি ভুঁইয়া ও পুষ্পার এই যমজ সন্তানকে এইমসে নিয়ে আসা হয় গত মাসে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement