Advertisement
Advertisement

Breaking News

Sandeshkhali

‘রাষ্ট্রপতি শাসন জারির পরিস্থিতি’, সন্দেশখালি নিয়ে দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট SC কমিশনের

'আমরা যখন সন্দেশখালিতে যাই, তখন শেখ শাহজাহানের দলবদল আমাদের উপর হামলা চালায়', সাংবাদিক সম্মেলনে বলছেন এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার।

Impose President's rule, says SC-ST commission report to Draupadi Murmu | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 16, 2024 5:02 pm
  • Updated:February 16, 2024 5:11 pm

নন্দিতা রায়, নয়াদিল্লি: সন্দেশখালির (Sandeshkhali) যা পরিস্থিতি তাতে রাষ্ট্রপতির শাসন জারি জরুরি হয়ে পড়েছে। শুক্রবার রাইসিনা হিলসে সন্দেশখালির রিপোর্ট জমা দিয়ে এমনই জানালেন এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। সেই রিপোর্টে একগুচ্ছ অভিযোগ তুলেছে এসসি কমিশন। সন্দেশখালির পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যর্থ বলে অভিযোগ অরুণ হালদারের। আর সেসবের ভিত্তিতেই তাঁর দাবি, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। নইলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার সন্দেশখালির পরিস্থিতি দেখতে গিয়েছিলেন তপসিলি উপজাতি কমিশনের প্রতিনিধিরা। কিন্তু ১৪৪ ধারা জারি থাকায় সেখানকার অশান্ত এলাকায় তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। তবে সেখান থেকে নানা তথ্য সংগ্রহ করেন অরুণ হালদারের নেতৃত্বাধীন দলটি। তখনই জানানো হয়েছিল, এসসি কমিশন (SC Commission) এবিষয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেবে। সেইমতো শুক্রবার সন্দেশখালি নিয়ে রাষ্ট্রপতির দরবারে যান অরুণ হালদার। দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) কাছে রিপোর্ট দিয়ে তাঁর আবেদন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হোক।

Advertisement

[আরও পড়ুন: বুধে বাংলা, পরদিনই উত্তরপ্রদেশ! স্ত্রীর কাটা মাথা হাতে ঘুরে বেড়াল স্বামী]

পরে কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ”আমরা যখন সন্দেশখালিতে যাই, তখন শেখ শাহজাহানের (Shahjahan Sheikh) দলবদল আমাদের উপর হামলা চালায়, ভয়াবহ পরিবেশ তৈরি করে। স্থানীয় লোকজন আমাদের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন। বলছেন, আমরা ফিরে এলেই তাঁদের উপর শাহজাহান বাহিনী হামলা করবে। আমরা সন্দেশখালি থানাতেও যাই। কিন্তু পুলিশ আমাদের সঙ্গে কথাই বলেনি। এসব দেখেশুনে সংবিধানের ৩৩৮ ধারা অনুযায়ী আমাদের দাবি, সেখানে তপসিলি জাতি ও উপজাতির সুরক্ষা বিঘ্নিত হচ্ছে এবং তা হচ্ছে শাসকদলের মদতে। তাই সেখানে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করছি।”

[আরও পড়ুন: ‘সব গুণই আছে’, নীতীশ সরতেই প্রধানমন্ত্রী পদে রাহুলকে সমর্থন লালুর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement