সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে (Manipur) হিংসার আগুন ধিকিধিকি জ্বলছে। তার মধ্যেই ইম্ফল বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দর (Bir Tikendrajit International Airport) চত্বরে দেখা গেল নজরদারি ড্রোন (Drone)। অজ্ঞাত ওই ড্রোন থেকে নাশকতার আশঙ্কায় দ্রুত বন্ধ হয় উড়ান ওঠা-নামা। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর আড়াইটে নাগাদ সন্দেহজনক ড্রোনটি নজরে আসে। সঙ্গে সঙ্গে সতর্কতা অবলম্বন করা হয়।
সন্দেহজনক ওই ড্রোনের কারণে বেশ কিছু উড়ান বাতিল হয়েছে। অন্যদিকে ইম্ফল বিমানবন্দরে আগত বেশ কয়েকটি উড়ানকে নামতে দেওয়া হয়নি। বিপদ এড়াতে সেগুলিকে অন্য গন্তব্যে পাঠানো হয়েছে। ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর চিপেমি কেইশিং বিবৃতি দেন, “বিমানবন্দর চত্বরের আকাশে অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গিয়েছে। আগত দুটি বিমানকে অন্য গন্তব্যে পাঠানো হয়েছে। তিনটি উড়ান দেরিতে ছাড়ে। বেশ কিছুটা সময় বন্ধ থাকার পর ফের বিমানে যাতায়াত শুরু হয়েছে।” গোটা বিষয়ের তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, চলতি মে মাসের ৩ তারিখ থেকে অশান্তি শুরু হয়েছে মণিপুরে। দুই জনজাতি গোষ্ঠীর সংঘর্ষে সরকারিভাবে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এর জেরে ইন্টারনেট নিষিদ্ধ হয়েছে উত্তর-পূর্বের রাজ্যে। এদিন আরও পাঁচ দিন বাড়ানো হয় নিষেধাজ্ঞা। সেই ঘোষণার পরেই বিমানবন্দর চত্বরে সন্দেহজনক ড্রোনের উড়ান দেখা গেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.