Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে বরখাস্ত করতেই হবে’, দাবি রাহুলের, সংসদে ফের হট্টগোল

'লখিমপুরের ঘটনায় সুবিচার পাইয়ে দেবই', প্রতিজ্ঞা রাহুলের।

'Immediately sack MoS Ajay Kumar Mishra', Rahul Gandhi in Lok Sabha
Published by: Subhajit Mandal
  • Posted:December 15, 2021 3:55 pm
  • Updated:December 15, 2021 4:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষি আইন (Farm Law), সাংসদদের সাসপেনশনের পর এবার লখিমপুর খেরি ইস্যুতে উত্তপ্ত সংসদ। উত্তরপ্রদেশ সরকারের গঠন করা বিশেষ তদন্তকারী দল বা সিটের তদন্ত রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে (Ajay Mishra Teni) কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এখনই বরখাস্ত করা হোক। এই দাবিতে সংসদে হট্টগোল পাকালেন বিরোধীরা। দফায় দফায় স্থগিত করতে হল সংসদের দুই কক্ষের অধিবেশন।

লখিমপুর খেরি (Lakhimpur Kheri) ইস্যুতে সংসদ যে উত্তপ্ত হতে চলেছে, সে ইঙ্গিত আগেই মিলেছিল। এদিন সংসদে খোদ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) লখিমপুর ইস্যুতে মুলতুবি প্রস্তাব দেন। প্রস্তাবে রাহুল দাবি করেন,”উত্তরপ্রদেশ পুলিশের সিটের তদন্তে স্পষ্ট লখিমপুরের গণহত্যা পূর্বপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। এটা একটা ষড়যন্ত্র। সিটই সব অভিযুক্তের বিরুদ্ধে মামলা বদলানোর পরামর্শ দিয়েছে।”

[আরও পড়ুন: লখিমপুর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে ‘খুনের চেষ্টা’র ধারা যোগের অনুমতি আদালতের, অস্বস্তিতে BJP]

ওয়ানড়ের কংগ্রেস সাংসদের বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র ইতিমধ্যেই এই ঘটনার জেরে গ্রেপ্তার হয়েছেন। তাই সরকারের উচিত এখনই অজয় মিশ্র টেনিকে বরখাস্ত করা এবং মৃত কৃষকদের পরিবারগুলিকে সুবিচার পাইয়ে দেওয়া। রাহুলের এই মুলতুবি প্রস্তাব সরকার গ্রহণ না করায় সংসদের দুই কক্ষেই হট্টগোল শুরু করে বিরোধীরা। দফায় দফায় মুলতুবি করে দিতে হয় সংসদের অধিবেশন।

[আরও পড়ুন: বিনা বিরোধিতায় রাজ্যসভায় পাশ হয়ে গেল CBI কর্তার মেয়াদ বৃদ্ধির বিল]

উল্লেখ্য, উত্তরপ্রদেশের ভোটের মুখে লখিমপুর খেরির ঘটনা বিজেপিকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে। মঙ্গলবারই বিশেষ তদন্তকারী দল তথা সিটের (SIT) রিপোর্টে দাবি করা হয়েছিল, লখিমপুরে কৃষক মৃত্যুর মর্মান্তিক ঘটনা পূর্বপরিকল্পিত। সেই তদন্ত রিপোর্টকে হাতিয়ার করেই সুর চড়াচ্ছেন রাহুল। তিনি এদিন সাফ জানিয়ে দিয়েছেন,”অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীকে ইস্তফা দিতেই হবে। আমি আগে বলেছিলাম তিন বিতর্কিত কৃষি আইন বাতিল হবে, সেটা হয়েছে। তেমনই আমি বলছি এই মন্ত্রীকে ইস্তফা দিতে হবে। সেটা আমরা করিয়েই ছাড়ব। আমি প্রতিজ্ঞা করেছি লখিমপুরের ঘটনায় মৃত কৃষকদের পরিবারকে সুবিচার পাইয়ে দেব। ন্যায় হবেই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement