Advertisement
Advertisement
Arvind Kejriwal

‘জঙ্গি নই, আমি অরবিন্দ কেজরিওয়াল’, তিহাড় থেকে বার্তা দিল্লির মুখ্যমন্ত্রীর

জেলের মধ্যে কেজরিওয়ালের সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো আচরণ করা হচ্ছে বলে অভিযোগ আপের।

I'm Arvind Kejriwal not a Terrorist, Delhi CM's new message from Tihar

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:April 16, 2024 3:47 pm
  • Updated:April 16, 2024 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলের মধ্যে জঙ্গিদের মতো আচরণ করা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীর (Delhi CM) সঙ্গে। এমনই অভিযোগ তুলে এবার দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তাঁর সেই বার্তা জনসমক্ষে তুলে ধরলেন সদ্য জেল থেকে জামিনে মুক্তি পাওয়া আপের (AAP) সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh)। যেখানে কেজরিওয়াল বলেছেন, ‘মাই নেম ইজ অরবিন্দ কেজরিওয়াল। অ্যান্ড আই অ্যাম নট আ টেরোরিস্ট’। অর্থাৎ ‘আমি কোনও জঙ্গি নই, আমি অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।’

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হওয়ার পর থেকে বর্তমানে কেজরিওয়ালের ঠিকানা তিহার জেল। সেখান থেকে কখনও নিজের মন্ত্রিসভার মন্ত্রী তো কখনও স্ত্রীর হাত দিয়ে বিভিন্ন বার্তা পাঠাতে দেখা গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। মঙ্গলবার তাঁর সঙ্গে জেলে সাক্ষাৎ করতে যান আপ নেতা সন্দীপ পাঠক ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সেখান থেকে বেরিয়ে মান বলেন, “জেলের মধ্যে একজন দাগি অপরাধীকে যে সুযোগ সুবিধা দেওয়া হয় সেটুকুও দেওয়া হচ্ছে না কেজরিওয়ালকে। ওনার দোষটা কোথায়? আসলে জেলের মধ্যে কেজরির মনবল ভাঙার সবরকম চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।” এহেন পরিস্থিতির মাঝেই জেলবন্দি কেজরির বার্তা তুলে ধরেন আপ সাংসদ সঞ্জয় সিং। তাঁর অভিযোগ, “জেলে কেজরিওয়ালের সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো আচরণ করা হচ্ছে।”

Advertisement

আপ সাংসদ সঞ্জয় সিংয়ের অভিযোগ, বিজেপি ও প্রধানমন্ত্রী ঘৃণা ও প্রতিহিংসাপরায়ণ হয়ে কেজরিওয়ালের সঙ্গে জঙ্গির মতো আচরণ করছেন। যার জন্য ওনার পরিবার এমনকী পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে দেখা করতে গেলে কাঁচের ওপার থেকে কথা বলতে দেওয়া হচ্ছে। এই ধরনের আচরণ করে প্রধানমন্ত্রী চাইছেন আপ ও কেজরিওয়ালের মনোবল ভেঙে দিতে। এই ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে আপের তরফে। এসব করে কেজরিওয়ালকে দমাতে পারবে না ওরা।

[আরও পড়ুন: দেশের ৬৪ শতাংশ মানুষ মোদিকেই চান! দাবি নয়া সমীক্ষার]

এদিকে, কেজরির গ্রেপ্তারির পর তদন্তের গতি বাড়িয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সম্প্রতি এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে চনপ্রীত সিং (Chanpreet Singh) নামে এক আপ নেতাকে। ২০২২ সালে গোয়া বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির আর্থিক লেনদেনের বিষয়টি দেখার দায়িত্বে ছিলেন এই চনপ্রীত। আদালতে ইডির তরফে দাবি করা হয়েছে, গোয়ার নির্বাচনে অন্তত ৪৫ কোটি টাকা নগদে খরচ করেছে আপ। আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি। এই নিয়ে আবগারি দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হল ১৭ জনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement