উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাদের।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে পাহাড়গঞ্জ এলাকায় বড়সড় যৌনচক্রের পর্দাফাঁস। অভিযুক্তদের পাকড়াও করতে গ্রাহক সেজে অভিযান চালাল দিল্লি পুলিশ। এই অভিযানে ৩ নাবালিকা ও ১০ জন বিদেশি-সহ মোট ২৩ জনকে উদ্ধার করেছে পুলিশ। এই ১০ জন নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে। মানবপাচার চক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে।
পুলিশের তরফে জানা গিয়েছে, অনেকদিন ধরে পাহাড়গঞ্জ থানা এলাকায় বড়সড় যৌনচক্র ও মানবপাচারের খবর পাওয়া যাচ্ছিল। সেইমতো গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পাহাড়গঞ্জ বাজার এলাকায় এক বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় ২৩ জন মহিলাকে। উদ্ধার হওয়া মহিলাদের বেশিরভাগই পশ্চিমবঙ্গ ও নেপালের বাসিন্দা। মোটা বেতনের কাজের টোপ দিয়ে এখানে এনে তাঁদের জোর করে যৌন পেশায় নিযুক্ত করা হয়েছিল। জানা যাচ্ছে, গ্রাহকদের চাহিদা মতো মোটা টাকার বিনিময়ে এই মহিলাদের বিভিন্ন হোটেলে পাঠানো হত।
পুলিশের দাবি অনুযায়ী, অভিযুক্তদের ধরতে পুলিশ নিজেরাই গ্রাহক সেজে ফোনে যোগাযোগ করে এই চক্রের মাথাদের সঙ্গে। এরপর স্কুটারে করে মহিলাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসে এই দলের একজন। তাঁকে গ্রেপ্তার করতেই গোটা চক্রের সন্ধান পায় পুলিশ। নির্দিষ্ট বাড়িতে অভিযান চালানোর সময় সেখান থেকে ৩ নাবালিকা-সহ ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে ৭ অভিযুক্তকে।
পুলিশের তরফে জানা গিয়েছে, এই ৭ অভিযুক্ত হলেন, নুরশিদ আলম, মহম্মদ রাহুল আলম, আব্দুল মান্নান, তৌশিফ রেক্সা, শামিম আলম, মহম্মদ জারুল এবং মণীশ। অভিযুক্তদের মানব পাচার-সহ সংশ্লিষ্ট একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.