Advertisement
Advertisement

Breaking News

IIT Madras

দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় এবারও শীর্ষে আইআইটি মাদ্রাজ

আটবার সেরার শিরোপা ধরে রাখল আইআইটি মাদ্রাজ।

IIT Madras tops the list of the best educational institutions
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 13, 2024 9:11 am
  • Updated:August 13, 2024 9:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় এবারও শীর্ষ স্থান ধরে রাখল আইআইটি মাদ্রাজ। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ ২০২৪-এর বিচারে সম্প্রতি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে যে, এবারও দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান (সামগ্রিক) এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে শীর্ষে আইআইটি মাদ্রাজ।

সোমবার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্রমতালিকা প্রকাশিত হয়েছে। এই নিয়ে আটবার ইঞ্জিনিয়ারিং বিভাগে সেরার শিরোপা ধরে রাখল আইআইটি মাদ্রাজ। এদিকে, দেশের সেরা আইন বিষয়ক কলেজের তালিকায় স্থান করে নিয়েছে কলকাতার দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স। দেশের সেরা ম‌্যানেজমেন্ট কলেজের তালিকায় পঞ্চম স্থানে আছে আইআইএম কলকাতা। আর দেশের সেরা ১০টি বিশ্ববিদ‌্যালয়ের তালিকায় নবম স্থান দখল করেছে যাদবপুর বিশ্ববিদ‌্যালয়।

Advertisement

[আরও পড়ুন: নিজের রাইফেল থেকেই হঠাৎ ছুটে এল গুলি, উপত্যকায় মৃত পুলিশকর্মী

এদিকে, মানের নিরিখে জাতীয় স্তরে আরও পিছিয়ে গিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রকের র‍্যাঙ্কিং অনুযায়ী ১৫০ নম্বর স্থানে রয়েছে কবিগুরুর স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানটি। যেখানে এক দশক আগেও যে প্রতিষ্ঠান ১১ নম্বরে ছিল, গত কয়েক বছরে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শুধুই অবনমন ঘটেছে। ২০২০ সালে ৫০ নম্বরে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান। পরের বছর আরও নিচে নেমে হয় ৬৪। ২০২২-এ ৯৮ নম্বরে এবার ২০২৪ সালেও ১৫০ -এ ঠাঁই হয়েছে বিশ্বভারতীর। এর পরই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। তবে কি বিশ্বভারতীর ঐতিহ্য ধাক্কা খাচ্ছে ? পৃথিবীজুড়ে এই বিশ্ববিদ্যালয়ের কৃতীরা রয়েছেন। কেন সেখানে শিক্ষার মানের অবনমন হচ্ছে। তা নিয়েই প্রশ্ন তুলেছেন প্রবীণ আশ্রমিক থেকে প্রাক্তনীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement