Advertisement
Advertisement

Breaking News

গ্রামের স্কুলের জন্য পাঠাগার বানালেন আইআইটি পড়ুয়ারা

নতুন পাঠাগার দেখে কচিকাঁচাদের আনন্দ যেন আর ধরে না!

IIT-Gandhinagar students set up library for village kids
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 19, 2016 5:22 pm
  • Updated:January 28, 2020 3:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামের শিশুদের জন্য মিনি লাইব্রেরির ব্যবস্থা করলেন আইআইটি গান্ধীনগরের পড়ুয়ারা৷ জানা গিয়েছে, গুজরাতের পালাজ প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৫০ শিশুর জন্য একটি ছোট লাইব্রেরির ব্যবস্থা করেছেন আইআইটির ছাত্ররা৷ পালাজ প্রাথমিক বিদ্যালয়ে এতদিন যে পাঠাগারটি ছিল, তাতে বইয়ের সংখ্যা ছিল বেশ কম৷ শুধু তাই নয়, ছাত্র-ছাত্রীরা এতদিন অবধি যে পাঠাগারের বই পেত, তাও খুব তাড়াতাড়ি ফিরিয়ে দিতে বাধ্য হত৷ তাদের লেখাপড়ার ইচ্ছা দেখেই মূলত স্কুলের ছাত্রদের জন্য নতুন পাঠাগার তৈরির ব্যবস্থা করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্ররা৷

জানা গিয়েছে, ছাত্র-ছাত্রীরা বহু বই সংগ্রহ করে পাঠাগারটি তৈরি করেছেন৷ পাঠাগারটিতে ১২ টি চেয়ার, তিনটি টেবিল এবং দুটি বইয়ের তাকের ব্যবস্থা করা হয়েছে৷ খুব অদ্ভুতভাবে বইয়ের তাকগুলিও কাগজ দিয়ে তৈরি৷ এমন সুন্দর পাঠাগার উপহার পেয়ে স্বভাবতই খুশি সেখানকার কিশোর পাঠকরা৷ বিভিন্ন মানুষের অনুদানের বই ছাড়াও এনসিইআরটি’র বইও রয়েছে এই পাঠাগারে৷ আইআইটি’র ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের উদ্যোগেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement