সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা গুজরাটের লোথালে। সেখানে পুরাতত্ত্ব সর্বেক্ষণে গিয়ে একটি গুহার ভিতরে মাটি চাপা পড়ে মৃত্যু হল আইআইটি দিল্লির তরুণী গবেষকের। গুহার ভিতরে একটি গর্তে নেমে কাজ করছিলেন গবেষকদের একটি দল। তখনই আচমকা ধস নামে ওই গর্তের দেওয়ালে। তাতেই চাপা পড়ে মৃত্যু হয়েছে গবেষকের। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোথালের পুলিশকর্তা ওমপ্রকাশ জাট জানিয়েছেন, গুহায় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে ২৩ বছরের পিএইচডি স্কলার সুরভী বর্মার। আহমেদাবাদ থেকে ৮০ কিলোমিটার দুরে লোথালে রয়েছে সিন্ধু সভ্যতার বেশ কিছু নিদর্শন। সেখানেই গবেষণার জন্য গিয়েছিলেন সুরভী এবং তাঁর সঙ্গীরা। দলটিতে ছিলেন আইআইটি দিল্লির ২জন এবং আইআইটি গান্ধীনগরের ২ জন গবেষক। মাটির নমুনা সংগ্রহ করতে প্রাচীন গুহাটিতে ঢুকেছিলেন চারজন গবেষক।
১০ ফুটের একটি গর্ত খুড়ে তাঁর ভিতরে নেমে কাজ করছিলেন চারজন। আচমকা ওই গর্তের এক পাশের দেওয়ালে ধস নামে। চার জনই মাটির নিচে চাপা পড়ে যান। ঘটনাস্থলেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় সুরভীর। বাকিদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা স্থীতিশীল বলেই জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.