Advertisement
Advertisement
Delhi

উচ্চাকাঙ্ক্ষার বলি! ওয়েট লিফটিংয়ের রডে ফাঁস দিয়ে আত্মঘাতী আইআইটি দিল্লির ছাত্র

গত কয়েক মাস ধরেই অবসাদগ্রস্ত ছিলেন আত্মঘাতী ছাত্র।

IIT-Delhi student hangs himself at home | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 2, 2023 10:24 am
  • Updated:November 2, 2023 10:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের বাড়িতে আত্মঘাতী হলেন আইআইটি দিল্লির (IIT Delhi) এক ছাত্র। পূর্ব দিল্লির এলাকার বিবেক নগরের বাসিন্দা ওই ছাত্র ওয়েট লিফটিং রডে ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। পরে ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঠিক কী কারণে যুবক চরম সিদ্ধান্ত নিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

২৩ বছরের মৃত বি-টেক ছাত্রের নাম পানাভ জৈন। রাত ৯টা নাগাদ পানাভের বাবা-মা বাড়ি ফিরে দেখেন ঘরে ছেলের ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, ওয়েট লিফটিং রডে ওড়নায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন যুবক। পানাভকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: পাক ফৌজের হাতে হেনস্তার সম্ভাবনা, দ্রুত পাকিস্তান ছাড়ছেন আফগান শরণার্থীরা]

পানাভের বাবা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই ছেলে মানসিকভাবে অস্থির এবং অবসাদগ্রস্ত ছিল। এই কারণে তাঁর চিকিৎসাও চলছিল। তাই বলে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবেন পানাভ তা ভাবতে পারেননি বাবা-মা। এদিকে পুলিশ জানিয়েছে, যুবকের ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তথাপি ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যার বলেই মনে করছেন তাঁরা। প্রশ্ন উঠছে, পানাভ কি উ্চ্চাকাঙ্ক্ষার বলি?

[আরও পড়ুন: গাজা যুদ্ধে নিহত ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলি সেনা, শোকস্তব্ধ ‘লিটল ইন্ডিয়া’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement