Advertisement
Advertisement

Breaking News

IIT

বর্ণবিদ্বেষের শিকার হয়েই ৮ তলা থেকে লাফ IIT পড়ুয়ার! ‘খুন হয়েছে ছেলে’, দাবি বাবার

মহারাষ্ট্রে ১৮ বছরের তরুণের মৃত্যু ঘিরে বিতর্ক।

IIT-Bombay mysterious death: Father requested to SIT to probe a caste discrimination angle। Sangbad Pratidin

প্রতীকী।

Published by: Biswadip Dey
  • Posted:April 14, 2023 1:27 pm
  • Updated:April 14, 2023 1:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের আইআইটি (IIT) পড়ুয়ার হস্টেলের আটতলা থেকে পড়ে মৃত্যুর ঘটনায় নয়া মোড়। পিতৃহারা বাবা প্রশ্ন তুললেন ছেলের রহস্যমৃত্যু নিয়ে। অভিযোগ করলেন, বর্ণবিদ্বেষের শিকার হয়েছে তাঁর ১৮ বছরের ছেলে দর্শন সোলাঙ্কি। এবং এটা আত্মহত্যা নয়।

দর্শনের বাবা রমেশ সোলাঙ্কি চিঠি লিখেছেন মুম্বই পুলিশের বিশেষ তদন্তকারী দলকে। তাঁর অভিযোগ, তাঁর ছেলের মৃত্যু হয়েছে বর্ণবিদ্বেষের কারণে। সেই সঙ্গে এই মৃত্যুকে তিনি ও তাঁর পরিবার যে আত্মহত্যা মানতে নারাজ, তাও জানিয়েছেন তিনি। পাশাপাশি দর্শনের ইলেকট্রনিক ডিভাইসগুলির ক্লোন কপিগুলি ফেরত চেয়েছেন রমেশ।

Advertisement

[আরও পড়ুন: ভুয়ো এনকাউন্টার মামলায় বাঁচিয়েছিলেন শাহকে, সেই আইনজীবীই রাহুল-মামলার বিচারক]

গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা দর্শন গত ১২ ফেব্রুয়ারি মারা যায়। দাবি, সে আটতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। তার মৃত্যুর পরে একটি নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা রয়েছে, ‘আরমান আমাকে মেরে ফেলল।’ পুলিশ জানতে পেরেছে, আরমান ইকবাল খত্রি নামের একটি ছেলে দর্শনের সঙ্গে পড়ত। সে দর্শনকে উত্যক্ত করত বলেই জানা গিয়েছে।

দর্শনের পরিবার প্রথম থেকেই বলে এসেছে এটা ঠান্ডা মাথার খুন। তার দিদি জাহ্নবীর দাবি, ”প্রাথমিক ভাবে সব ঠিকই ছিল। কিন্তু দর্শন যে তফসিলি জাতি সম্প্রদায়ের তা জানার পর থেকেই শুরু হয় অত্যাচার। ও কখনওই আত্মহত্যা করার ছেলে নয়। শেষবার যখন কথা হল ছুটিতে বাড়ি আসার কথা বলছিল।” এবার সিটের কাছে দর্শনের বাবার চিঠি বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

[আরও পড়ুন: আপত্তি কেন্দ্রের, নাগাল্যান্ডে ১৪ নিরীহ নাগরিকের মৃত্যুতে শাস্তির মুখে পড়ছেন না সেনা আধিকারিকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement