Advertisement
Advertisement
Nitish Kumar

‘মদ খেলে মরবেই’, বিহারে বিষমদ কাণ্ডে ‘ক্ষতিপূরণে’র সম্ভাবনা উড়িয়ে মন্তব্য নীতীশের

সম্প্রতি বিহারে বিষমদ খেয়ে মৃত অন্তত ৩০ জন।

'If you drink, you'll die,

ফাইল ফটো

Published by: Biswadip Dey
  • Posted:December 15, 2022 4:18 pm
  • Updated:December 15, 2022 4:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ কাণ্ডে উত্তাল ‘ড্রাই’ বিহার (Bihar)। বিজেপি বিধায়কদের বাক্যবাণে মেজাজ হারিয়ে ফেলে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) প্রাক্তন জোট শরিকদের ‘মাতাল’ বলে তোপ দেগেছেন। এবার তিনি জানিয়ে দিলেন মৃতের পরিবারকে কোনও আর্থিক সাহায্য দেবে না তাঁর সরকার। সেই সঙ্গে হুঁশিয়ারি দিলেন, মদ খেলে মরতে হবেই।

ঠিক কী বলেছেন নীতীশ? পাটনায় তাঁকে বলতে শোনা গেল, ”যারাই মদ খাবে তারাই মরবে। উদাহরণ সামনেই রয়েছে। খেলেই মরবে।” পাশাপাশি তিনি দাবি করলেন, তাঁর রাজ্যে মদ নিষিদ্ধ। কিন্তু যেসব রাজ্যে তা নিষিদ্ধ নয়, সেখানেও বহু মানুষ বিষমদ খেয়েই মারা যান। নীতীশের কথায়, ”আপনারা জানেন, বাপু (মহাত্মা গান্ধী) মদ নিষিদ্ধ করতে চাইতেন। এবং সারা পৃথিবীতে হওয়া গবেষণা থেকে জানা গিয়েছে, মদক কতটা খারাপ, এর জন্য কত মানুষকে মরতে হয়েছে। বিষমদ খেয়ে অসংখ্য মানুষ মারা গিয়েছে। এটা দেশের সর্বত্রই দেখা গিয়েছে। আমরা তো কড়া পদক্ষেপ করছিই। কিন্তু মানুষকে আরও সতর্ক হতে হবে। মনে রাখতে হবে, যেখানে মদ নিষিদ্ধ সেখানে মদ পাওয়া যাচ্ছে মানেই খারাপ কিছুই বিক্রি হচ্ছে।” সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, মৃতদের পরিবারকে কোনও রকম ‘ক্ষতিপূরণ’ দেবেন না তিনি।

Advertisement

[আরও পড়ুন: জমি বিবাদের জেরে খুন বৃদ্ধ, ‘বদলা’ নিতে অভিযুক্তদের বাড়িতে আগুন মৃতের আত্মীয়দের]

২০১৬ সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন বিহারে মদ বিক্রি নিষিদ্ধ করে দেন নীতীশ। রাজ্যকে নেশামুক্ত করে তোলাই নাকি ছিল উদ্দেশ্য। অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞার ফলে মদের একটি বিরাট ‘কালোবাজার’ তৈরি হয়েছে রাজ্যটিতে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সতর্কতা জলাঞ্জলি দিয়ে বিপুল মাত্রায় তৈরি হচ্ছে চোলাই মদ, স্থানীয় ভাষায় যাকে বলা হয় ‘দেশি’। এহেন অবস্থায় সারন জেলায় বিষমদ পান করে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের।

এই ঘটনায় উত্তাল হয়ে উঠে বিহার বিধানসভা। রাজ্যের ‘সুরা নীতি’ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা বিজয় কুমার সিনহা। আর এতেই মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাক্তন জোট শরিকদের ‘মাতাল’ বলে তোপ দাগেন তিনি। নীতীশ বলেন, “তোমরা মাতাল হয়ে গিয়েছ।” এদিকে, রাজ্য সরকারকে একহাত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের তোপ, “বিহারে মদ ঈশ্বরের মতো, আছে কিন্তু দেখা যায় না।”

[আরও পড়ুন: দিল্লিতে কিশোরীকে হামলার জন্য অ্যাসিড কেনা হয় অনলাইনে, সংস্থাকে নোটিস পাঠাল মহিলা কমিশন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement