সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষি আইন (Farm laws) নিয়ে দেশের শীর্ষ আদালতে ধাক্কা খেল কেন্দ্র। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আপাতত কৃষি আইন কার্যকর করা থেকে বিরত থাকুক কেন্দ্র। বিচারপতিরা সাফ জানালেন, এই মুহূর্তে কেন্দ্র যদি কৃষি আইন কার্যকর করা স্থগিত না করে, তাহলে শীর্ষ আদালতই তা স্থগিত করবে। পাশাপাশি এর বিরোধিতায় দিল্লিতে চলা কৃষক বিক্ষোভ নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন বিচারপতিরা। আন্দোলন যথার্থ বলে মেনে নিলেও কোথায়, কীভাবে তা চলা উচিৎ, সে বিষয়েও পর্যবেক্ষণ জানিয়েছে সুপ্রিম কোর্ট।
CJI says, if the Centre does not want to stay the implementation of farm laws, we will put a stay on it https://t.co/OD7qvNpROz
— ANI (@ANI) January 11, 2021
সুপ্রিম কোর্টে (Supreme Court) কৃষি আইনের বিরোধিতায় দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে দায়ের করা মামলার শুনানি চলছিল সোমবার। তাতেই প্রধান বিচারপতি এসএ বোবদের বেঞ্চের পর্যবেক্ষণ, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কাম্য নয় মোটেও। আন্দোলন চলছে, কৃষকদের মৃত্যু ঘটছে। আলোচনার টেবিলে এসবের সমাধান না হওয়া পর্যন্ত আইন কার্যকর করা যাবে না। ফলে কিছুদিনের জন্য আইনটি কার্যকর করা থেকে বিরত থাকুক কেন্দ্র।
এদিন কেন্দ্রের তরফে আদালতে সওয়াল-জবাবে নিজেদের যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। কৃষি আইনটি যে কৃষকস্বার্থেই, তা তিনি বোঝান। বিচারপতিরা প্রশ্ন তোলেন, আইন প্রণয়ন কি আরেকটু বিচক্ষণতার সঙ্গে করা যেত না? কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত নভেম্বরের শেষ সপ্তাহ থেকে দিল্লিতে লাগাতার কৃষক আন্দোলন চলছে। তার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
পাশাপাশি এদিন বিচারপতিরা আন্দোলন নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, আন্দোলন যথার্থ। কিন্তু কোন পদ্ধতিতে তা চলছে, সেটাও বিচার্য। রাস্তা আটকে আন্দোলনে স্পষ্ট আপত্তি রয়েছে শীর্ষ আদালতের। আমজনতার অসুবিধা করেও আন্দোলন চলতে পারে না বলে মত সুপ্রিম কোর্টের।
We will stay implementation of laws, says CJI. You can carry on the protest. But the question is whether the protest should be held at the same site, adds CJI https://t.co/Tuoj57UnQg
— ANI (@ANI) January 11, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.