Advertisement
Advertisement

Breaking News

হিন্দুরা না লড়াই করলে কাশ্মীরের মতো হবে বাংলা, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

এর আগে একইভাবে বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন যোগী আদিত্যনাথ।

If not for Hindus Bengal will become Kashmir, says Giriraj Singh

ফাইল ফটো

Published by: Subhajit Mandal
  • Posted:March 17, 2022 10:14 am
  • Updated:March 17, 2022 11:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা। যোগীর পর এবার বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। তাঁর দাবি, এখনই না জাগলে কাশ্মীরি পণ্ডিতদের মতোই অবস্থা হবে বাংলার হিন্দুদের।

বুধবার বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার পর কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশায় চোখের জল ফেলতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে। গিরিরাজ বলেন, “যারা কাশ্মীর ফাইলস (The Kashmir Files) ছবি নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন, তাঁরা দেশকে বিভ্রান্ত করছেন। এই ছবি দেশের সব প্রান্তে দেখানো উচিত।” এরপরই বাংলার সঙ্গে কাশ্মীরের তুলনা করে বিতর্কিত মন্তব্যটি করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য,”নয়ের দশকে কাশ্মীরের রাজনীতিকদের ভূমিকা যেমন ছিল, আজ সেই একই ভূমিকায় দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। হিন্দুরা যদি নিজেদের অস্তিত্বের জন্য লড়াই না করেন তাহলে বাংলাই পরবর্তী কাশ্মীর হতে চলেছে।”

Advertisement

[আরও পড়ুন: গান্ধীদের তীব্র আক্রমণের জের, কপিল সিব্বলকে ‘একঘরে’ করলেন G-23 নেতারাও! বৈঠকে যোগ শশী থারুরের]

বিহারের বিজেপি (BJP) নেতার দাবি, শুধু একটা-দুটো জেলা নয়। বাংলার বহু জেলায় সংকটে হিন্দুরা। তবে এর জন্য গোটা মুসলিম সমাজকে দায়ী করার পক্ষে নন তিনি। গিরিরাজ বলছেন, “আমরা মুসলিমদের থেকে যতটা ভয় পাচ্ছি, তার থেকে অনেক বেশি ভয় পাচ্ছি মুসলিম মৌলবাদীদের।” গিরিরাজের মন্তব্যে স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। কেন্দ্রীয় মন্ত্রী সুকৌশলে ফের ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টা করছেন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: ‘ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়াশোনা শেষ করার সুযোগ দিন’, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর]

বস্তুত গিরিরাজ প্রথম নন, এর আগে খোদ উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন। সুকৌশলে বাংলাকে কাশ্মীরের সঙ্গে একাসনে বসিয়েছিলেন যোগী। বোঝাতে চেয়েছিলেন বাংলা এবং কেরলের মানুষ ভীতির সঙ্গে বসবাস করেন। দেশের অন্যান্য প্রান্তের তুলনায় বসবাসের জন্য অনুপযুক্ত এই রাজ্যগুলি। যোগীর সেই মন্তব্য নিয়েও বিতর্ক চরমে উঠেছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement