Advertisement
Advertisement
Farooq Abdullah

কাশ্মীর হবে গাজা! বিস্ফোরক মন্তব্যে কীসের ইঙ্গিত ফারুক আবদুল্লার?

ফারুক আবদুল্লার বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি।

If no India-Pak talks, same fate as Gaza, says Farooq Abdullah। Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 26, 2023 3:08 pm
  • Updated:December 26, 2023 3:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর সমস্যা নিয়ে পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসতে হবে ভারতকে। নাহলে ভূস্বর্গের হাল হবে গাজার মতো! কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।

ঠিক কী বলেছেন ফারুক আবদুল্লা (Farooq Abdullah) ? মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ন্যাশনাল কনফারেন্সের প্রধান বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন যুদ্ধ কোনও সমস্যা সমাধানের বিকল্প পথ নয়। বৈঠক বা আলোচনার মাধ্যমে সমাধানে আসা উচিত। তাহলে কোথায় বৈঠক হচ্ছে? নওয়াজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। ওঁরা ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তাহলে কেন ওঁদের সঙ্গে কথা বলতে আমরা তৈরি নই? কী এমন কারণ রয়েছে।”    

Advertisement

[আরও পড়ুন: বান্ধবীকে বড়দিনের সারপ্রাইজেই বিপদ! মুম্বইয়ে ইডির জালে ৯০০ কোটির প্রতারক]

 তিনি বলেন, “যদি আমরা আলোচনার মাধ্যমে সমাধানে না আসি তাহলে আমাদের পরিণতিও গাজার মতো হবে। যেখানে বোমাবর্ষণ করছে ইজরায়েল। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর এক মন্তব্য ছিল, আমরা আমাদের বন্ধু পরিবর্তন করতে পারি কিন্তু প্রতিবেশিদের নয়।”  

বলে রাখা ভালো, বহুবার সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। ছক কষা হয়েছে হামলা চালানোর। কিন্তু তীব্র লড়াই করে বারে বারে জেহাদিদের নাশকতার পরিকল্পনা বানচাল করে দিয়েছেন জওয়ানরা। গত বৃহস্পতিবার পুঞ্চ জেলায় জঙ্গিদের হামলায় শহিদ হন পাঁচ জওয়ান। সেই প্রসঙ্গ টেনেই ফারুকের মন্তব্য। এদিকে, পালটা সুর চড়িয়েছে বিজেপি। উপত্যকার বিজেপি নেত্রী হিনা শাফি ভাটের কথায়, “ফারুক আবদুল্লার মতো প্রবীণ নেতার মুখে পাকিস্তানের সঙ্গে আপস করার কথা মানায় না। এই সকরকার পাকিস্তানের সামনে মাথা নত করবে না। আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু ওরা (পাকিস্তান) বারবার পিঠে ছুরি মেরেছে।”  

উল্লেখ্য, কাশ্মীরকে (Kashmir) অশান্ত করতে সচেষ্ট পাকিস্তান। কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব হওয়ার পর গত কয়েক বছর ধরেই কাশ্মীরি পণ্ডিতদের ‘টার্গেট কিলিং’ বাড়ছে। আর সবটাই ঘটছে আইএসএইয়ের অঙ্গুলিহেলনে। ফলে আরও নিরাপত্তাহীনতায় ভুগছেন উপত্যকার সংখ্যালঘুরা।

[আরও পড়ুন: মরুরাজ্যে কুনোর পথভ্রষ্ট চিতা! ঘুম পাড়িয়ে ফেরাল বনদপ্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement