Advertisement
Advertisement

পাঠানকোট হামলার তদন্তে ‘বিশ্বাসঘাতকতা’ পাকিস্তানের!

যদি এনআইএ-কে পাকিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া না হয়, তাহলে বিশ্বাসঘাতকতাই করবে পাকিস্তান৷

if-nia-not-allowed-to-visit-pakistan-it-will-be-betrayal-says rajnath-singh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 5, 2016 12:57 pm
  • Updated:June 5, 2016 12:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল, পাঠনকোটে সন্ত্রাস হামলার ঘটনায় দুই দেশ যৌথ ভাবে তদন্ত করবে৷ সেইমতো পাকিস্তানের তদন্তকারীর দল ঘুরে গিয়েছিল পাঠানকোটে৷ দেশের মধ্যে প্রবল বিরোধিতা সত্ত্বেও সে অনুমতি দিয়েছিল কেন্দ্র সরকার৷ কিন্তু পরিবর্তে ভারতের তদন্ত্কারী দলকে এখনও পাকিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি৷ এই ঘটনাতেই ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷

দুই দেশের যৌথ তদন্তের প্রতিশ্রুতিতে ইতিমধ্যেই হাত বাড়িয়েছে ভারত৷ তাহলে পাকিস্তান নয় কেন? এ প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে৷ এখনও পর্যন্ত ‘ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’ বা এনআইএ-কে পাকিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি৷ সন্ত্রাসের প্রশ্নে কেন পাকিস্তান সদর্থক ভূমিকা নিতে পারছে না সে প্রশ্নই উঠছে৷ ক্ষুব্ধ রাজনাথ জানান, যদি এনআইএ-কে পাকিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া না হয়, তাহলে বিশ্বাসঘাতকতাই করবে পাকিস্তান৷

Advertisement

পাঠানকোটে হামলার নেপথ্যে যে পাকিস্তানের হাত ছিল এ ব্যাপারে নিশ্চিত ভারত৷ আর তাই দুই দেশের যৌথ তদন্তে সায় দিয়েছিল কেন্দ্র৷ আশা করা গিয়েছিল, পাকিস্তান যে সন্ত্রাসকে সমর্থন করে না, এবার অন্তত সে প্রমাণ পাওয়া যাবে৷ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো ছবিটিই৷ ভারতে পাক-তদন্তকারী দল এলেও পাকিস্তানে এখনও যেতেই পারেননি ভারতীয় তদন্তকারী অফিসাররা৷ পুরো বিষয়টি যে ভারত ভালভাবে নিচ্ছে না, তা এদিন বুঝিয়ে দেন রাজনাথ৷ দুই দেশের মৈত্রীর সম্পর্কও যে এতে ব্যাহত হচ্ছে, তাও তাঁর কথাতেই স্পষ্ট৷  তাঁর এই মন্তব্যের পর পাকিস্তান কোনও পদক্ষেপ নেয় কি না, সেটাই দেখার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement