Advertisement
Advertisement
PM Modi

‘এবার মোদি এলে বেঁচে ফিরবেন না’, পাঞ্জাবে বিদ্রোহী কৃষকের হুমকির ভিডিও ভাইরাল!

ভয়ঙ্কর ভিডিও ঘিরে শোরগোল নেট দুনিয়ায়।

'If Modi Comes To Punjab...' Farmer threatens during Delhi Chalo Protest। Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:February 14, 2024 6:20 pm
  • Updated:February 14, 2024 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পাঞ্জাব এলে আর বেঁচে ফিরতে পারবেন না মোদি। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এক ভয়ঙ্কর ভিডিওয় প্রধানমন্ত্রীকে এমনই হুমকি দিতে দেখা গেল এক প্রতিবাদী কৃষককে।

‘দিল্লি চলো’ মিছিলে যোগ দিয়েছেন কৃষকরা। শম্ভু সীমানায় সেই মিছিলে উপস্থিত এক কৃষককে বলতে শোনা গেল ভিডিওয়, ”আগের বার মোদি (PM Modi) পাঞ্জাব থেকে বেঁচে পালিয়েছিলেন। এবার পাঞ্জাব (Punjab) এলে আর ওঁর বেঁচে ফেরা হবে না।” সংবাদ সংস্থা এএফপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তবে সংবাদ প্রতিদিন ডিজিটাল সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি।

Advertisement

প্রসঙ্গত, ২০২২ সালে পাঞ্জাবে নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। কৃষক বিক্ষোভের (Farmer Protest) মুখে পড়েছিলেন তিনি। প্রায় ২০ মিনিট মাঝরাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় মোদিকে, দাঁড়িয়ে থাকে বিরাট কনভয়। ই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে। গাফিলতির অভিযোগ ওঠে পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে। এবার সেই প্রসঙ্গ উসকে দিয়ে মোদিকে খুনের হুমকি দিলেন এক প্রতিবাদী কৃষক।

[আরও পড়ুন: আচমকা কলকাতায় আসছেন প্রিয়াঙ্কা গান্ধী, কারণ ঘিরে জল্পনা]

কৃষক বিক্ষোভ ঘিরে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে পাঞ্জাবে। মঙ্গলবার সকালে দিল্লির দিকে যাত্রা শুরু করে কৃষকদের বিরাট মিছিল (Farmers protests)। তার পরেই পাঞ্জাব-হরিয়ানা সীমানায় শম্ভু এলাকায় ব্যাপক কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

[আরও পড়ুন: ভারতীয় রেলে ৯ হাজার পদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশ করলেই আবেদন করুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement