Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানকে জল না দিলে রক্ত বন্যা বইবে, মোদিকে হুমকি হাফিজের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হুমকি দেয় মুম্বই হামলার মূলচক্রী৷

If India stops river waters of Pak, there would be blood in rivers, Hafiz Saeed threats Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 14, 2017 10:09 am
  • Updated:January 14, 2017 11:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতকে শেষ করে দিচ্ছে মুজাহিদিন৷ ভারত কোনওভাবেই মুজাহিদিনের এই লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াতে পারবে না৷ শুক্রবার কাশ্মীরের ফইসলাবাদে এক সভায় এসে এমনই বিস্ফোরক মন্তব্য করে জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হুমকি দেয় মুম্বই হামলার মূলচক্রী৷

(মরশুমের শীতলতম দিন, মকর সংক্রান্তিতে কাঁপছে কলকাতা)

হাফিজের দাবি, কাশ্মীরে ৬৫ হাজার মুসলমানের প্রাণ নিয়েছে ভারতীয় সেনা৷ তারই যোগ্য উত্তর হিসেবে জঙ্গিরা আখনুর, উরিতে হামলা করেছে৷ এভাবেই মুজাহিদিন জঙ্গিরা হামালা চালিয়ে যাবে৷ এবং ভারতকে ধ্বংস করে দেবে৷ হাফিজ আরও জানায়, এই লক্ষ্যে তার পাশে রয়েছে পাকিস্তান এবং বালুচিস্তানবাসীও৷ ভারতের বিরুদ্ধে সরব হতে কাশ্মীরের সাধারণ মানুষের সমর্থনে হাফিজ পাশে পেয়েছে বালুচ নেতা শাহজেইন জুগতিকেও৷ এ কথাই এদিন জনসভায় ফের একবার মনে করিয়ে দেয় ২০০৮ মুম্বই হামলার মাস্টার মাইন্ড৷ হাফিজ বলে, “বালুচিন্তানের ৫০ হাজার মানুষ কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই করতে প্রস্তুত৷ শুধু আমার ডাকের অপেক্ষায় রয়েছে তারা৷”

Advertisement

(রাস্তায় অচেনা মহিলাদের চুম্বন, গ্রেপ্তার যুবক)

এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীরকে হুঁশিয়ারিও দিয়েছে হাফিজ৷ তার কথায়, মোদি যদি পাকিস্তানে নদীর জল সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে ভারতে রক্তের নদী বইবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement