Advertisement
Advertisement

Breaking News

Kejriwal

‘স্বামী মোদির নাম আওড়াচ্ছে? রাতে খেতে দেবেন না’, মহিলা ভোটারদের পরামর্শ কেজরিওয়ালের

'বিজেপি ওঁদের জন্য কী করেছে?'

‘If husband chants Modi, don’t serve dinner’, Kejriwal appeals
Published by: Biswadip Dey
  • Posted:March 10, 2024 11:38 am
  • Updated:March 10, 2024 11:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীরা ‘মোদি, মোদি’ করলে রাতে খেতে দেবেন না। মহিলা ভোটারদের কাছে এমনই আর্জি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ‘মহিলা সম্মান সমারোহ’ নামের এক অনুষ্ঠানে তাঁকে এমন কথা বলতে দেখা গেল। সামনেই লোকসভা নির্বাচন। আর পরের বছরের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভার নির্বাচন। তার আগেই এমন কথা বলতে দেখা গেল কেজরিওয়ালকে (Arvind Kejriwal)।

ঠিক কী বলেছেন তিনি? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”বহু লোকই প্রধানমন্ত্রী মোদির (PM Modi) নাম আওড়ান। আপনারাই পারেন তাঁদের ঠিক করতে। যদি আপনার স্বামী মোদির নাম আওড়াতে থাকেন, তাঁদের বলুন এমন করলে রাতে খেতে দেবেন না।”

Advertisement

[আরও পড়ুন: চিনের চিন্তা বাড়িয়ে সেলা টানেল উদ্বোধন মোদির, অরুণাচলে ‘মাস্টারস্ট্রোক’ ভারতের]

বাংলার ‘লক্ষীর ভাণ্ডার’-এর অনুসরণে ১৮ বছরের বেশি বয়সি মহিলাদের মাসে ১ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আপ (AAP) সরকার। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে ‘মুখ্য়মন্ত্রী মহিলা সম্মান যোজনা’য় এই ঘোষণা করা হয়েছে। আর সেই উপলক্ষেই আয়োজিত হয়েছিল ওই অনুষ্ঠান। আর সেখানেই সরস ভঙ্গিতে এমন কথা বলতে শোনা গেল কেজরিওয়ালকে।

কেবল স্বামীদেরই নয়, অন্য মহিলারা যাঁরা বিজেপির সমর্থক, তাঁদেরও আপকে সমর্থন করতে বলার আর্জি জানিয়েছেন আপ সুপ্রিমো। তাঁর কথায়, ”ওঁদের বলুন একমাত্র ওঁদের দাদা কেজরিওয়ালই সব সময় পাশে থাকে। বলে দিন, আমি বিদ্যুৎ বিনামূল্যে করে দিয়েছি। বাসের টিকিটেও খরচ নেই। আর এবার আমি প্রতি মাসে মহিলাদের ১ হাজার টাকা করে দেব। বিজেপি ওঁদের জন্য কী করেছে? তাহলে কেন বিজেপিকে ভোট দেবেন? এবার কেজরিওয়ালকেই ভোট দিন।”

[আরও পডু়ন: ‘ব্রিগেডে না গেলে দল ব্যবস্থা নেবে’, বুথকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে মানস ভুঁইঞা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement