সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক জঙ্গি মৌলানা মাসুদ আজহার প্রসঙ্গে নয়াদিল্লির ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে৷ চিন যদি এখনও মাসুদকে জঙ্গি বলে ঘোষণা না করে, তাহলে চিনকে সন্ত্রাসে মদতদাতা বলে উল্লেখ করে রাষ্ট্রসংঘে বক্তব্য পেশ করবে ভারত৷ মাসুদকে জঙ্গির তকমা দেওয়ার জন্য চিনকে এই সপ্তাহটুকুই সময় দিছে ভারত৷ অন্যথায় কূটনৈতিক স্তরে ভারতও চরম পদক্ষেপ করবে৷
পাঠানকোটে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড এই মাসুদ আজহার৷ জৈশ-এ-মহম্মদ প্রধানকে আন্তর্জাতিক জঙ্গি বলে তকমা দিতে চেয়েছিল ভারত৷ কিন্তু রাষ্ট্রসংঘে ভারতের এই দাবির বিরুদ্ধে স্থগিতাদেশ চায় চিন৷ ১৫টি গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্রের মধ্যে একমাত্র চিনই মাসুদকে ‘জঙ্গি’ বলে ঘোষণা করার বিরোধিতা করে৷ আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণা করলে মাসুদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে তার যাতায়াত- সব কিছুর উপরেই নিষেধাজ্ঞা লাগু হবে বিশ্বজুড়ে৷ সেটাই চায় ভারত৷
গত ৫ নভেম্বর জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল সঙ্গে চিনের স্টেট কাউন্সিলারের বৈঠকে ভারতের অবস্থান স্পষ্ট করেন৷ কিন্তু চিন তাদের অবস্থানে অনড় থাকে৷ বেজিংয়ের দাবি, মাসুদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ দেখাতে পারেনি নয়াদিল্লি৷ ভারতও পাল্টা এনআইএ-র চার্জশিটকে হাতিয়ার করে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হচ্ছে৷ মাসুদকে এখনও জঙ্গি বলে ঘোষণা না করলে ভারতও তার পরবর্তী পদক্ষেপ স্থির করে ফেলেছে৷ জেইএম-এর কুখ্যাত জঙ্গি ও মাসুদের ভাই আবদুল আজহার রউফের গায়েও আন্তর্জাতিক জঙ্গির তকমা চেয়ে আন্তর্জাতিক স্তরে দাবি জানাবে ভারত৷ চিন বিরোধিতা করলে সেক্ষত্রে বেজিংয়ের বিরুদ্ধে সন্ত্রাসে মদতদাতা বলে রাষ্ট্রসংঘে জোরাল প্রচার চালাবে ভারত৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.