সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালের অসম বিধানসভা নির্বাচনে পুনর্নির্বাচিত হলে লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর লড়াই শুরু করবে বিজেপি। এর একমাত্র একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। অসমের (Assam) স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) রবিবার এমনই দাবি করেছেন। তিনি বলেন, ‘‘অসমের মাটিতে আমরা নতুন করে কঠোর লড়াই শুরু করব লাভ জিহাদের (Love jihad) বিরুদ্ধে। যদি বিজেপি আবারও ক্ষমতায় আসে তাহলে আমরা এমন সিদ্ধান্ত নেব যাতে কোনও ছেলে নিজের পরিচয় গোপন করে কাউকে বিয়ে করলে বা অসমের মহিলাদের সম্পর্কে কোনও বাজে কথা বললে নির্মম ও কঠোর শাস্তি পাবে।’’
প্রসঙ্গত, ১২৬ আসনের অসম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী বছরের মার্চ ও এপ্রিল মাসে। এদিন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলকে আক্রমণ করে হিমন্ত বলেন, ‘আজমলস আর্মি’র চক্রান্তের কারণে বিজেপিকে নির্বাচনে পাঁচটি কেন্দ্রে আসন হারাতে হয়েছে। তিনি দাবি করেন, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া মঞ্চে নিজের ধর্মকে লুকিয়ে রেখে বহু মুসলিম যুবক হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে। এপ্রসঙ্গে হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, ‘‘আমরা প্রতিজ্ঞা করেছি যদি আজমলের আর্মি আমাদের মেয়েদের স্পর্শও করে তাহলে তাদের জন্য একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমরা এই সংকল্প নিয়েই কাজ করছি। লাভ জিহাদ অসমের মেয়েদের কাছে পাহাড় প্রমাণ সমস্যা হয়ে উঠেছে।’’
তিনি আরও বলেন, ‘‘যদি সমস্ত মানুষ জোটবদ্ধ না হন তাহলে সমাজকে বাঁচানো যাবে না। যদি ৬৫ শতাংশ মানুষ আজমলদের এই সংস্কৃতি-সভ্যতার চক্রান্তের বিরুদ্ধে রুখে না দাঁড়ান তাহলে অসমের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে না।’’ তাঁর আরও দাবি, বিজেপি এখানে হেরে গেলে ১৫ বছরের মধ্যে অসম আর বসবাসের যোগ্য থাকবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.