Advertisement
Advertisement

Breaking News

দান্তেওয়াড়ার পর সুকমা, পাঁচ ঘণ্টার ব্যবধানে ফের বিস্ফোরণে আহত ৩ জওয়ান

ছত্তিশগড়ে দ্বিতীয় দফার ভোটপর্ব বানচাল করতেই মাওবাদীদের এই হামলা৷

IED blast in Sukma in Chhattisgarh, 3 security men injured
Published by: Kumaresh Halder
  • Posted:November 18, 2018 6:38 pm
  • Updated:November 18, 2018 6:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দান্তেওয়াড়ায় পর এবার সুকমা৷ পাঁচ ঘণ্টার ব্যবধানে ফের আইইডি বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা৷ ছত্তিশগড়ের সুকমা জঙ্গলে মাওবাদীদের ছোঁড়া আইইডি বিস্ফোরণে গুরুতর জখম নিরাপত্তা বাহিনীর তিন জওয়ান৷ আশঙ্কাজনক অবস্থায় আহত তিন জওয়ানদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সংবাদ সংস্থা সূত্রে জান গিয়েছে, রবিবার দুপুরে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সুকমা জঙ্গলে তল্লাশি অভিযানে নামেন৷ জঙ্গলের ভিতর প্রবেশ করতেই মাওবাদীরা অতর্কিতে হামলা চালায়৷ শুরু হয় গুলির লড়াই৷ পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তা রক্ষীদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা৷ ঘটনায় গুরুতর জখম হন তিন জওয়ান৷

 

Advertisement

[গৃহবন্দি থাকার মেয়াদ ফুরোতেই ফের গ্রেপ্তার ভারভারা রাও]

বিধানসভা নির্বাচন উপলক্ষে গোটা ছত্তিশগড়জুড়ে চলছে কড়া নজরদারি৷ জঙ্গল লাগোয়া এলাকায় টহল দিতে শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ আকাশ পথেও নজরদারি বাড়ানো হয়েছে৷ কিন্তু, কড়া নিরাপত্তা বলায় টপকে একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে মাওবাদী স্কোয়াডের সদস্যরা৷ ছত্তিশগড় নির্বাচনের প্রথম দফার ভোটের আগে ও ভোটের দিনেও একের পর এক হামলা চালিয়েছে মাওবাদীরা৷ দ্বিতীয় দফার মোট ৭২টি আসনে ২০ নভেম্বর ভোট৷ মনে করা হচ্ছে, দ্বিতীয় দফার ভোটপর্ব বানচাল করতেই মাওবাদীদের এই হামলা৷ তবে, দ্বিতীয় দফায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর কমিশন৷ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই আঁটসাঁটও নিরাপত্তার ব্যবস্থা করেছে জাতীয় নির্বাচন কমিশন৷

[লোকসভার আগে ফের ধাক্কা কংগ্রেসের, রাহুলের হাত ধরতে নারাজ অখিলেশ]

নিরাপত্তার কড়াকড়ির ব্যবস্থা করা হলেও রবিবার সকালে দান্তেওয়াড়ায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা৷ ঘটনায় একজন সিআইএসএফ জওয়ান ও চারজন নিরীহ মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ প্রসঙ্গত, গত সোমবার প্রথম দফার ভোটের দিন সকালে দান্তেওয়াড়ার কটেকল্যাণ এলাকায় বুথের কাছে আইইডি বিস্ফোরণ ঘটেছিল৷ দ্বিতীয় দফায় ভোটের আগে ফের মাও নাশকতা সেই দান্তেওয়াড়াতেই৷ আইইডি বিস্ফোরণে এখনও পর্যন্ত একজন সিআইএসএফ জওয়ান ও চারজন সাধারণ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ তার মধ্যেই পাঁচ ঘণ্টার ব্যবধানে সুকমায় বিস্ফোরণে আহত তিন। রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement