ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামার জঙ্গি হানার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের রাজৌরি। ঘটনায় শহিদ হয়েছেন এক সেনা আধিকারিক। আহতও হন এক জওয়ান।
জানা গিয়েছে, শহিদ মেজর ইঞ্জিনিয়ারিং কর্পসের আধিকারিক ছিলেন। শনিবার বিকেলে ৩ টে নাগাদ রাজৌরি জেলার নৌশেরা সেক্টরের লাইন অব কন্ট্রোলে টহল দিচ্ছিল সীমান্তরক্ষী বাহিনী। ঠিক সেই সময়ই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রতিরক্ষা মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানান, সীমান্তরেখার দেড় কিলোমিটার ভিতর একটি জায়গার টহলদারির সময়, এক জওয়ান দেখেন, সেখানকার মাটি সদ্য খোঁড়া হয়েছে। তল্লাশি করতে গিয়েই মাটির নিচে থাকা আইইডি বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সেনা আধিকারিকের। গুরুতর আহত হন আরেক সেনা জওয়ান।
সেনা সূত্রে খবর, ভারতীয় সেনাদের টার্গেট করতে লাইন অব কন্ট্রোল বরাবর এমন আইইডি বোমা পুঁতে রাখে জঙ্গিরা। বিষয়টি নতুন নয়। এভাবেই ভারতীয় সেনার উপর সহজ হামলার ছক কষে তারা। আর তাতেই প্রাণ গেল সেনা আধিকারিকের। পুলওয়ামায় সেনা কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর এমন বিস্ফোরণের ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে কাশ্মীরে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে সেনা।
The Major-rank army officer was killed while defusing an Improvised Explosive Device (IED) which had been planted by terrorists. The officer is from the Corps of Engineers. The IED was planted 1.5 kms inside the Line of Control in the Naushera sector, Rajouri district, in J&K https://t.co/ZyWFS9RbWR
— ANI (@ANI) February 16, 2019
Jammu & Kashmir: One Army officer has lost his life in an explosion in the Rajouri sector along the Line of Control. Nature of explosion being ascertained; More details awaited pic.twitter.com/UKQtY7F38S
— ANI (@ANI) February 16, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.