Advertisement
Advertisement

Breaking News

কোচিং ক্লাসে আইইডি বিস্ফোরণ, জম্মু-কাশ্মীরে জঙ্গি নিশানায় পড়ুয়ারা

গুরুতর জখম ১২ পড়ুয়া৷

Explosion in a school in Pulwama
Published by: Tanujit Das
  • Posted:February 13, 2019 4:04 pm
  • Updated:February 13, 2019 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে জঙ্গি নিশানায় পড়ুয়ারা৷ বুধবার দুপুরে পুলওয়ামার একটি কোচিং সেন্টারে বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা৷ বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে ১২ জন পড়ুয়া৷ ইতিমধ্যে তাঁদের ভরতি করা হয়েছে কাছের হাসপাতালে৷ তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ ও বিএসএফ৷

[সংসদে চিটফান্ড ইস্যুতে সরব অধীর, কংগ্রেসের সঙ্গ ছাড়ার হুঁশিয়ারি ক্ষুব্ধ মমতার]

Advertisement

বুধবার সকালে জম্মু-কাশ্মীরের বুদগাম জেলার গোপালপোরা এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াই চলছিল জঙ্গিদের৷ এখনও পর্যন্ত খতম হয়েছে দুই জঙ্গি৷ এরপরই এই কোচিং সেন্টারকে টার্গেট করে জঙ্গিরা৷ কোচিং সেন্টারে কাজ চলাকালীনই কোচিং সেন্টারের ভিতর আইইডি বিস্ফোরণ ঘটায় তারা৷ ওই বিস্ফোরণেই গুরুতর চোট পায় ১২ জন পড়ুয়া৷ সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ সেখানে এখনও তাদের চিকিৎসা চলছে৷ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷

[ইউপিএ জমানার চেয়ে সস্তায় রাফালে চুক্তি, CAG রিপোর্টে স্বস্তি মোদি সরকারের]

ওই সেন্টারের শিক্ষক জায়েদ আহমেদ বলেন, ‘‘আমি যখন পড়াচ্ছিলাম তখনই বিস্ফোরণটি ঘটে৷ কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম৷ কী হল বুঝে উঠতে পারছিলাম না৷ তারপরে সকলকে ছোটাছুটি করতে দেখি৷’’ সূত্রের খবর, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement