Advertisement
Advertisement

এবার পাঠ্যবইয়ে ঠাঁই পেল ফেলুদা, হ্যারি পটার, টিনটিনরা

আগামী শিক্ষাবর্ষ থেকেই ICSE অনুমোদিত সমস্ত স্কুলে চালু হয়ে যাবে নতুন সিলেবাস৷

ICSE syllabus gets a makeover! tintin, harry potter, amar chitra katha step into
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 24, 2016 6:05 pm
  • Updated:November 24, 2016 6:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যারি পটার জাদুকাঠি ছোঁয়াতেই অ্যাসটেরিক্সের শক্তি ফিরে এল৷ দুইয়ে দুইয়ে চার কেমনে হল, একসঙ্গে খুঁজতে বেরিয়ে পড়েছে ফেলুদা, টিনটিন, শার্লক হোমস৷ এদিকে আবার অমর চিত্রকথার সঙ্গে মিলেমিশে একাকার হবিটের দল৷ না, এ কোনও নতুন আবোল তাবোল গল্প নয়, বরং জনপ্রিয় এই গল্পগুলিই এবারে উঠে আসছে পাঠ্য বইয়ের পাতায়৷ এমনই নির্দেশ ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস’-এর (CISCE)৷

আগামী শিক্ষাবর্ষ থেকেই ICSE  অনুমোদিত সমস্ত স্কুলে চালু হয়ে যাবে নতুন সিলেবাস৷ তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্য বইয়ে ঠাঁই পাবে শিশু-কিশোরদের এই পছন্দের গল্প, কমিকসের চরিত্রগুলি৷ থাকবে অ্যান ফ্র্যাঙ্ক, মালালা ইউসুফজাই, ডঃ এ পি জে আবদুল কালামের মতো ব্যক্তিত্বদের জীবনীও৷

Advertisement

বুধবার লখনউতে এই কথা ঘোষণা করেন CISCE-র চিফ এগজিকিউটিভ অ্যান্ড সেক্রেটারি গ্যারি আরাথুন৷ তিনি জানান, ২০১৭-১৮ সাল থেকে ISCE অনুমোদিত প্রত্যেক স্কুলে চালু করতে হবে এই পাঠক্রম৷ যদি কোনও স্কুলে তা চালু করতে কোনওরকম সমস্যা থাকে, তাহলে CISCE-র তরফে তাঁদের অতিরিক্ত সময় দেওয়া হবে তা চালু করার জন্য৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement