সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ন্যায় আদালতে বড়সড় জয় পেল ভারত৷ দ্য হেগে মুখ পুড়ল পাকিস্তানের৷ নয়াদিল্লিকে স্বস্তি দিয়ে বিচারপতি রনি আব্রাহাম জানিয়ে দিলেন, এই মামলার চূড়ান্ত সিদ্ধান্তে না হওয়া পর্যন্ত প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দিতে পারবে না পাকিস্তান৷ লক্ষ্মীবারে পাক সামরিক আদালতের রায়ের উপর স্থগিতাদেশ জারি করল আন্তর্জাতিক আদালত৷ পাশাপাশি, ভারতীয় প্রতিনিধি দলকে যাদবের সঙ্গে দেখা করতে দিতে হবে বলেও এদিন নির্দেশ দিল আন্তর্জাতিক আদালত৷
The ICJ order has come as a great relief to the family of Kulbhushan Jadhav and people of India: MEA Sushma Swaraj #KulbhushanJadhav pic.twitter.com/0qSMM1zSEr
— ANI (@ANI_news) May 18, 2017
হেগের আন্তর্জাতিক আদালতের রায় শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্তোষ প্রকাশ করেছেন৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, এই নির্দেশ কুলভূষণের পরিবারকে বিরাট স্বস্তি এনে দিয়েছে৷ ভারতের অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি জানিয়েছেন, এই সিদ্ধান্তে পাকিস্তান পুরোপুরি ব্যাকফুটে৷ তাঁর আশা, চূড়ান্ত সিদ্ধান্তও ভারতের পক্ষে যাবে৷ সূত্রের খবর, এই মামলায় যেভাবে আইনজীবী হরিশ সালভে ও তাঁর টিম লড়ে ভারতের পক্ষে জয় কার্যত ছিনিয়ে এনেছেন, তাতে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন আদালতের নির্দেশের পরই দেশ জুড়ে বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করতে দেখা গিয়েছে ভারতীয় নাগরিকদের৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই নির্দেশ শুনে তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “আন্তর্জাতিক আদালতের কথায় প্রত্যেক ভারতীয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন৷”
The entire thing was a charade,Pakistan completely blown by this decision.The decision is certainly binding for both states:AG Mukul Rohatgi pic.twitter.com/dJKFX66d00
— ANI (@ANI_news) May 18, 2017
এদিনের বহু প্রতীক্ষিত রায়ের দিকে তাকিয়ে ছিল গোটা দুনিয়া৷ পাকিস্তান দাবি করে আসছিল, কুলভূষণ একজন ভারতীয় গুপ্তচর৷ ইসলামাবাদের মাটিতে নাশকতামূলক কার্যকলাপে যুক্ত বলেও অভিযোগ করে পাকিস্তান৷ কোনও বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে না হেঁটে সরাসরি যাদবকে ফাঁসির সাজা শোনায় পাক সামরিক আদালত৷ ভারত অন্তত ১৬ বার যাদবের সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানায়৷ কিন্তু প্রতিবারই পাকিস্তান সেই দাবি উড়িয়ে দেয়৷ এমনকী, কুলভূষণের পরিবারকে ভিসা দিতেও অস্বীকার করে ইসলামাবাদ৷
Appropriate to say that Pak shall take all measures at its disposal to ensure #KulbhushanJadhav is not executed pending final decision: ICJ pic.twitter.com/C7tthMX7z7
— ANI (@ANI_news) May 18, 2017
ভারত কুলভূষণের ফাঁসির সাজার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গেলে আদালত গত মঙ্গলবার যাদবের ফাঁসির উপর স্থগিতাদেশ দেয়৷ কিন্তু পাকিস্তান আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বলে, ওই রায় মানতে রাজি নয় ইসলামাবাদ৷ মামলার জল ফের গড়াতে শুরু করে৷ বৃহস্পতিবার বিচারপতি রনি আব্রাহাম ফের পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেন, এই মামলায় হস্তক্ষেপ করার অধিকার রয়েছে আন্তর্জাতিক আদালতের৷ আদালতের নির্দেশ, আগস্ট মাসে চূড়ান্ত রায়ের আগে যাদবের ফাঁসির সাজা কার্যকর করা যাবে না৷ পাকিস্তান অবশ্য এদিনও দাবি করেছে, আন্তর্জাতিক আদালতের রায় মানতে তারা বাধ্য নয়৷
#FLASH International Court of Justice stays death sentence given to #KulbhushanJadhav by Pakistani military court until further notice pic.twitter.com/0t6bNf5llK
— ANI (@ANI_news) May 18, 2017
তবে হেগের আন্তর্জাতিক আদালতের রায়ে খুশি গোটা ভারত৷ শাসক-বিরোধী একযোগে সব দল এই নির্দেশকে স্বাগত জানিয়েছে৷ খুশি যাদবের পরিবারও৷ যাদবের জন্য খুশি সরবজিতের দিদি দলবীর কউরও৷ তিনি বলেছেন, “আদালতের এই রায় কোটি কোটি ভারতীয়র জয়৷ সত্যের জয়৷”
দেখুন ভিডিও:
#WATCH Live from The Hague: International Court of Justice to pronounce order in Kulbhushan Jadhav case https://t.co/r0QRFVt78j
— ANI (@ANI_news) May 18, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.