Advertisement
Advertisement
ICC World Cup 2023

ICC World Cup 2023: ভারত-পাক ম্যাচে ভিড় সামলাতে উদ্যোগী রেল, আহমেদাবাদে পৌঁছবে বিশেষ বন্দে ভারত

বিশেষ দুটি ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

ICC World Cup 2023: Special train service for India vs Pakistan match includes Vande Bharat | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 11, 2023 3:45 pm
  • Updated:October 11, 2023 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে (ICC World Cup 2023) মুখোমুখি ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। সাত বছর পরে ভারতের মাটিতে খেলতে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই মেগা ম্যাচের সব টিকিট। এবার ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে পশ্চিম রেল। জানা গিয়েছে, মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত দুটি বিশেষ ট্রেন চালানো হবে। তার মধ্যে রয়েছে একটি বন্দে ভারত এক্সপ্রেসও (Vande Bharat Express)। প্রসঙ্গত, ১৪ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামবে ভারত ও পাকিস্তান।

পশ্চিম রেলের তরফে জানানো হয়েছে, ম্যাচের আগেই ভক্তরা যেন আহমেদাবাদ পৌঁছে যেতে পারেন সেই জন্যই এই দুটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে রয়েছে একটি এসি ট্রেন। ম্যাচের আগের দিন অর্থাৎ ১৩ অক্টোবর রাত দশটা নাগাদ মুম্বই থেকে ছাড়বে এই ট্রেন। পরের দিন সকাল ৬টার সময়ে আহমেদাবাদে পৌঁছে যাবেন ভক্তরা। 

Advertisement

[আরও পড়ুন: ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান, ভারতের বিরুদ্ধে কালো ব্যান্ড পরে মাঠে রশিদরা]

এছাড়াও ক্রিকেটপ্রেমীদের জন্য একটি বন্দে ভারত এক্সপ্রেসেরও ব্যবস্থা থাকবে। ম্যাচের দিন সকালে অর্থাৎ ১৪ অক্টোবর সকালে মুম্বই থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। দুপুর দুটোর সময়ে খেলা শুরুর আগেই আহমেদাবাদ পৌঁছে যাবে ট্রেনটি। সুরাট, ভদোদরা, আনন্দ ও ভারুচে ট্রেনগুলো থামবে বলেই জানিয়েছে পশ্চিম রেল। এই প্রথমবার কোনও খেলার জন্য বিশেষ ট্রেন চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।

অন্যদিকে, ভারত বনাম পাকিস্তা মেগা ম্যাচের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে আহমেদাবাদ শহরকে। মোতায়েন করা হচ্ছে প্রায় ১১ হাজার নিরাপত্তাকর্মী। ৭ হাজারের বেশি পুলিশকর্মীর সঙ্গে প্রায় চার হাজার হোমগার্ড মোতায়েন করা হচ্ছে। ম্যাচের নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠক করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

[আরও পড়ুন: ICC World Cup: মেন্টর নন, বিশ্বকাপে রশিদ খানদের ‘ট্যুর গাইড’ জাদেজা!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement