সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বস্ত ক্রিকেটাররা। বিমর্ষ গোটা দেশ। বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার অপ্রত্যাশিত হারের যন্ত্রণা এখনও ভুলতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। অথচ এসবের মধ্যেও রাজনীতির রুটি স্যাকা শুরু করে দিয়েছে বিরোধী শিবির। শিব সেনার উদ্ধব শিবির আগেই বলেছিল। কংগ্রেসের ছুটকো-ছাঁটকা নেতারাও এতদিন বলছিলেন। এবার খোদ রাহুল গান্ধীই ঘুরিয়ে বলে দিলেন, বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের কারণ ‘অপয়া’ নরেন্দ্র মোদি (Narendra Modi)।
মঙ্গলবার রাজস্থানের জালোরে এক জনসভায় রাহুল মজাচ্ছলে বলেন,”আমাদের ছেলেরা ভালোই খেলছিল। বিশ্বকাপও জিতে যেত। কিন্তু ওই ‘অপয়া’ সব নষ্ট শেষ দিল।” নিজের ভাষণে মোদির নাম নেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি। কিন্তু তাঁর নিশানা যে মোদিই, সেটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না।
বস্তুত বিশ্বকাপের ফাইনাল দেখতে রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইনালে ভারতের অপ্রত্যাশিত হারের পর তিনি ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। এমনকী হারের গ্লানিতে বিধ্বস্ত রোহিত-বিরাটদের সান্ত্বনা দিতে ভারতীয় দলের ড্রেসিংরুমেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এসব সত্ত্বেও শেষমেশ তাঁকেই ‘অপয়া’ তকমায় দেগে দিচ্ছেন বিরোধীরা।
রাহুল অবশ্য প্রথম নন। এর আগে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র কটাক্ষ করেছেন মোদিকে। প্রধানমন্ত্রীকে বিঁধেছেন শিব সেনার উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত। কংগ্রেস নেতা মাণিকম ঠাকুরও মনে করিয়ে দিয়েছেন, কংগ্রেস (Congress) জমানায় যেখানে ভারত জোড়া বিশ্বকাপ এবং একটি টি-২০ বিশ্বকাপ জিতেছে, সেখানে মোদির ১০ বছরের শাসনকালে একটি আইসিসি (ICC) ট্রফিও টিম ইন্ডিয়া ঝুলিতে আসেনি। কিন্তু এরা কেউই সরাসরি মোদিকে ‘অপয়া’ বলে দাগেননি। যেটা বললেন খোদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাজস্থান ভোটের দোরগোড়ায় মোদিকে এভাবে ‘ব্যক্তিগত আক্রমণ’ কংগ্রেসকে বিপাকে ফেলতে পারে। কারণ অতীতেও একাধিকবার মোদিকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করার ফল ভুগেছেন কংগ্রেস নেতারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.