Advertisement
Advertisement
ICC World Cup 2023

ICC World Cup 2023: সেমিফাইনালের মুম্বই কালোবাজারির আখড়া! আড়াই লক্ষ টাকায় বিকোচ্ছে ১টি টিকিট

ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের টিকিট কালোবাজারিতে গ্রেপ্তার ২।

ICC World Cup 2023: 2 arrested in Mumbai, allegedly sold semifinal ticket in high price | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 14, 2023 4:33 pm
  • Updated:November 14, 2023 5:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি টিকিটের দাম আড়াই লক্ষ টাকা! কোথাও আবার টিকিট বিকোচ্ছে এক লক্ষ টাকায়। বিশ্বকাপ (ICC World Cup 2023) সেমিফাইনালের টিকিট নিয়ে ব্যাপক কালোবাজারি চলছে মুম্বইতে। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ম্যাচের টিকিটও। ক্রিকেটপ্রেমীদের টিকিট কেনার সময়ে সতর্ক থাকতে অনুরোধ করেছে পুলিশ। প্রসঙ্গত, বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand)।

মুম্বই পুলিশ সূত্রে খবর, আকাশ কোঠারি নামে এক ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেমিফাইনালের (World Cup Semifinal) টিকিটগুলো নির্দিষ্ট দামের চেয়ে চার বা পাঁচ গুণ বেশি দামে বিক্রি করছিলেন তিনি। একটি টিকিটের জন্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত দর হেঁকেছিলেন আকাশ। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এই কালোবাজারি চলত। আকাশকে গ্রেপ্তার করার পরেই কালোবাজারি চক্রে আরও কেউ রয়েছে কিনা, সেই নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। 

Advertisement

[আরও পড়ুন: সরকারি হাসপাতালের এ কী হাল! খাবারে ঘুরছে ইদুঁর, ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক]

পরের দিনই মুম্বই (Mumbai) থেকে ধরা পড়ে আরও এক ব্যক্তি। এক লক্ষ ২০ হাজার টাকায় সেমিফাইনাল ম্যাচের টিকিট বিক্রি করছিলেন রোশন গুরুবাখসানি নামে এক ব্যক্তি। তাঁর থেকে দুটি টিকিট উদ্ধার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তবে কালোবাজারিতে অভিযুক্ত দুই ব্যক্তির মধ্যে কোনও যোগ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। এহেন পরিস্থিতিতে মুম্বই পুলিশের (Mumbai Police) ডেপুটি কমিশনার প্রবীণ মুন্ধে টিকিট কেনার সময়ে ক্রিকেটপ্রেমীদের সতর্ক থাকতে বলেছেন।

প্রসঙ্গত, চলতি বিশ্বকাপের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ এই প্রথম নয়। কলকাতায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচেও ব্যাপক কালোবাজারির অভিযোগ উঠেছিল। অন্তত ২২ জনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তলব করা হয় সিএবি কর্তাদেরও। এবার ম্যাচের কেন্দ্র পালটে গেলেও পিছু ছাড়ল না কালোবাজারি বিতর্ক।

[আরও পড়ুন: লাদাখে বড়সড় ভূমিকম্প, কাঁপল কার্গিল-সহ একাধিক এলাকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement