নন্দিতা রায়, নয়াদিল্লি: অনলাইন প্রশিক্ষণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বেতন পাবেন না তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কর্মীরা। সোমবারই কেন্দ্রের তরফে এমনটা জানানো হয়েছে। সেই সঙ্গে এও জানানো হয়েছে, এই প্রশিক্ষণের লক্ষ্যই হল নাগরিক পরিষেবাকে আরও বেশি প্রতিক্রিয়াশীল, যোগ্য, এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হিসেবে গড়ে তোলা। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত।
এপ্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের তরফে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না বাধ্যতামূলক আইজিওটি (ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট অনলাইন ট্রেনিং) সম্পূর্ণ করছেন ততক্ষণ কর্মীদের বেতন স্থগিত থাকবে। আসলে গোটা দেশেই মোদি সরকারের দপ্তরগুলিতে শুরু হয়েছে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। যার উদ্দেশ্যই সমস্ত কর্মীকে কর্মযোগী করে তোলা। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সূচনা করেন জাতীয় প্রশিক্ষণ সপ্তাহ তথা কর্মযোগী শপথের।
আসলে সরকারি দপ্তর নিয়ে সাধারণ নাগরিকদের নানারকম অভিযোগ রয়েছে। পরিষেবার বিলম্ব যার মধ্যে অন্যতম। এই পরিস্থিতির উন্নতিসাধনেই কেন্দ্রের এমন পরিকল্পনা। আর তাই শুরু হয়েছে ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট অনলাইন ট্রেনিং। প্রধানমন্ত্রী মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এও এই বিষয়টি উঠে এসেছিল। আর সেখান থেকেই পাওয়া চারটি শব্দ ‘বিকাশ’, ‘গর্ব’, ‘কর্তব্য’ ও ‘একতা’কে সামনে রেখে এগোতে চাইছে কেন্দ্রের এই সংক্রান্ত কমিশন।
জানা যাচ্ছে, সাধারণ কর্মী থেকে আমলা সকলের দক্ষতা বৃদ্ধি করতে মোট ৩৪টি বিষয়কে টার্গেট করা হয়েছে। যার মধ্যে আচরণ সম্পর্কিত ১২টি বিষয় যেমন রয়েছে, তেমনই রয়েছে কর্মদক্ষতার সঙ্গে সম্পর্কিত আরও নানা দিক। এদের মধ্যে অন্যতম সাধারণ নাগরিকের সঙ্গে যোগাযোগের বিষয়টি। যা নিয়ে বার বার অভিযোগ ওঠে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.