সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে বড়সড় ফিদায়েঁ হানার পরিকল্পনা করছে জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ ও আইএস৷ এবং এই নাশকতার চালানোর জন্য তারা বেছে নিয়েছে বুদ্ধপূর্ণিমার মতো গুরুত্বপূর্ণ দিনকে৷ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সম্প্রতি এমনই সতর্কতা জারি করেছে সেন্ট্রাল ইন্টালিজেন্স ব্যুরো বা আইবি৷
[ আরও পড়ুন: শিখ দাঙ্গা নিয়ে মন্তব্যের জের, স্যাম পিত্রোদাকে ক্ষমা চাওয়ার নির্দেশ রাহুলের]
গোয়েন্দা রিপোর্ট সূত্রে খবর, একাজের জন্য জামাত ও আইএস কাজে লাগাতে পারে প্রসূতি মহিলা বা শিশুদের৷ এদের দিয়ে কোনও জনবহুল স্থানে আত্মঘাতী হামলা চালাতে পারে জঙ্গি সংগঠনগুলি৷ যাতে সর্বাধিক ক্ষয়ক্ষতি হয়৷ হামলা হতে পারে হিন্দু মন্দির বা বৌদ্ধ মনেস্ট্রির মতো কোনও ধর্মস্থানে৷ সেকারণেই বুদ্ধপূর্ণিমার মতো গুরুত্বপূর্ণ দিনকে জঙ্গি সংগঠনগুলি টার্গেট করেছে বলে মত গোয়েন্দাদের৷ জানা গিয়েছে, শুক্রবারই এই সতর্কতামূলক রিপোর্ট এসে পৌঁছে গিয়েছে এরাজ্যে প্রশাসনিক কর্তাদের কাছে৷ সতর্ক করা হয়েছে বাংলাদেশ সরকারকেও৷ রিপোর্ট হাতে পাওয়ার পর থেকেই শহরের নিরাপত্তা আরও আঁটসাঁট করতে তৎপর হয়েছেন গোয়েন্দারা৷ কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকেশ্বর, তারাপীঠের মতো রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দিরগুলি, যেখানে প্রচুর জনসমাগম ঘটে, সেখানের নিরাপত্তা বাড়ান হয়েছে বলে সূত্রের খবর৷ নির্বাচনের মরশুমে এই ধরনের সতর্কবার্তা স্বভাবতই ঘুম উড়িয়ে প্রশাসনের শীর্ষ মহলের৷
[ আরও পড়ুন: ‘ঘৃণা করলে ফেরত পাবেন ভালবাসা’, মোদিকে বার্তা রাহুলের ]
আগেই দুবার পোস্টার দিয়ে এরাজ্য এবং বাংলাদেশে হামলার হুঁশিয়ারি দিয়েছিল জঙ্গি সংগঠন আইএস৷ প্রথম পোস্টারে তারা দিয়েছিল, ‘‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ…’৷ পরের পোস্টারে জানিয়েছিল, ‘‘যদি ভেবে থাকেন বাংলা আর হিন্দে খিলাফত সৈন্যদের চুপ করিয়ে দেওয়া গিয়েছে, তাহলে ভুল করবেন। এটা মনে রাখবেন যে, আমাদের সৈন্যদের চুপ করিয়ে রাখা যায় না… আমাদের প্রতিশোধের স্পৃহা কোনদিনও নিভবে না।’’ এখানেই শেষ নয়, সংগঠনের নয়া ‘আমির’ বা নেতাও নিযুক্ত করেছে আইএস৷ আবু মহম্মদ আল বাঙালি নামের একজনকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নেতা নিযুক্ত করেছে তারা৷ এছাড়া প্রায় পাঁচ বছর পর ফের প্রকাশ্যে এসেছে ইসলামিক স্টেট প্রধান আবু-বকর আল বাগদাদি৷ একটি ভিডিও প্রকাশ করে আইএস জঙ্গিগোষ্ঠী৷ মৃত্যুর জল্পনা উড়িয়ে সেখানেই দেখা মেলে ওই কুখ্যাত জঙ্গিনেতার৷ ভিডিওয় শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণের কথা উল্লেখ করেছে সে৷ পাশাপাশি বাগদাদি বলেছে, খিলাফতের উপর হামলার বদলা নিতেই শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.