সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিছক শোকপ্রকাশ নয়, সমব্যাথী হয়ে পাশে দাঁড়ানোটাই বড় ব্যাপার৷ সেটাই করতে চলেছেন দেশের আইএএস অফিসাররা৷ এক-একজন উচ্চপদস্থ আধিকারিক দত্তক নেবেন এক-একটি শহিদ জওয়ানের অসহায় পরিবারকে৷ সম্প্রতি এমনই প্রস্তাব দেওয়া হয়েছে দ্য ইন্ডিয়ান সিভিল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (সেন্ট্রাল) অ্যাসোসিয়েশন৷
[গম্ভীর-উথাপ্পার ব্যাটিং ঝড়ে দিল্লিকে হেলায় হারাল কেকেআর]
জানা গিয়েছে, যে সমস্ত আইএএস অফিসার জেলাশাসক, উপ-বিভাগীয় জেলাশাসক বা অতিরিক্ত জেলা জেলাশাসক পদে রয়েছেন তাঁরা স্বেচ্ছায় নিজের নিজের জেলার শহিদ জওয়ানদের অসহায় পরিবারকে দত্তক নিতে পারবেন৷ সেনা জওয়ান হোক বা আধাসেনা জওয়ান, দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন প্রত্যেকের সাহায্যের জন্য এভাবেই এগিয়ে আসতে পারেন তাঁরা৷ প্রত্যক্ষভাবে অর্থ দিয়ে সাহায্য না করলেও আইএএস অফিসাররা ওই পরিবারের অন্যান্য চাহিদার খেয়াল রাখবেন৷ যেমন সরকারের ক্ষতিপূরণ বা পেনশন তাঁরা সময়মতো পাচ্ছেন কিনা, শহিদদের সন্তানরা ঠিকঠাক শিক্ষা পাচ্ছে কিনা, তাঁদের চাকরির ক্ষেত্রে কোনও সাহায্যের প্রয়োজন আছে কিনা এই বিষয়গুলির প্রায় পাঁচ থেকে ১০ বছর খেয়াল রাখবেন তাঁরা৷
[ঘনিষ্ঠ দৃশ্যে আড়ষ্টতা কাটিয়েছিলেন বিনোদই, স্মৃতিচারণায় শাবানা]
এখন শুধু প্রয়োজন সরকারি অনুমতি৷ যাতে দত্তক নেওয়ার এই প্রক্রিয়া অবিলম্বে শুরু করা যায়৷ ইতিমধ্যেই সরকারের কাছে আবেদন করা হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে৷
এদিকে, সুকমায় মাওবাদী হামলার মাস্টার মাইন্ড রমন্না ওরফে সন্তোষের মাথা পিছু ৪০ লক্ষ টাকা ঘোষণা করেছে জেলা পুলিশ৷ বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে পোস্টার৷ মাও নেতাকে জীবিত কিংবা মৃত ধরে দিতে পারলে এই পুরস্কার দেওয়া হবে৷ খবর সরবরাহকারীর সমস্ত তথ্য গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ৷
[‘পাক গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ মদতেই বাড়বাড়ন্ত জঙ্গিদের’]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.