সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভেঙে পড়ল বায়ুসেনার ফাইটার জেট৷ মঙ্গলবার সকালে গুজরাটের মুন্দ্রায় এই দুর্ঘটনায় মৃত্যু হল সেনার বিমানচালক সঞ্জয় চৌহানের৷ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
[ ভারতীয় সংবিধান এই মুহূর্তে বিপন্ন, মত গোয়ার আর্চবিশপের ]
রুটিন মিশনেই এদিন উড়ান শুরু করেছিল জাগুয়ার জেটটি৷ জামনগর এয়ারবেস থেকে সেটির যাত্রা শুরু হয়৷ চালকের আসনে ছিলেন এয়ার কমান্ডার সঞ্জয় চৌহান৷ কিছুদূর যাওয়ার পর গুজরাটের কচ্ছ জেলার মুন্দ্রার কাছে একটি গ্রামের উপর সেটি ভেঙে পড়ে৷ গবাদি পশুদের উপর গিয়ে পড়ে জেটটির ধ্বংসাবশেষ৷ মৃত্যু হয়েছে বেশ কয়েকটি পশুরও৷ দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই বিমানচালক৷ পরে তাঁর মৃত্যু হয়৷
[ হারিয়ে গিয়েছে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি, তদন্তের আশ্বাস প্রশাসনের ]
বায়ুসেনার বিমানে দুর্ঘটনা বেশ পরপরই হচ্ছে৷ মাসখানেক আগেই অসমের মাজুলি দ্বীপে সেনার একটি হেলিকপ্টার ভেঙে পড়ে৷ দুই বিমানচালকের মৃত্যু হয় সে ঘটনায়৷ গত এপ্রিলে একটি এমআই-১৭ চপারও ভেঙে পড়ে৷ কেদারনাথের কাছে সে দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছিলেন৷ এদিনের দুর্ঘটনায় সেনার আরও এক চালক প্রাণ হারালেন৷ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনীশ ওঝা ঘটনায় শোকপ্রকাশ করেছেন৷
#Gujarat: Wreckage of IAF’s Jaguar fighter jet that crashed in Kutch’s Mundra, the aircraft was on a routine training mission from Jamnagar. The Pilot, Air Cmde Sanjay Chauhan, lost his life in the crash. Court of Inquiry ordered to investigate cause of accident. pic.twitter.com/bGBiE2L53k
— ANI (@ANI) June 5, 2018
প্রায় তিন দশক ধরে ভারতীয় বায়ুসেনার অন্যতম লড়াকু বিমান এই জাগুয়ার৷ অত্যাধুনিক এই বিমানটি মূলত শত্রুঘাঁটিতে বোমা ফেলতে ব্যবহার করা হয়৷ এতে রয়েছে অত্যাধুনিক ‘লেজার টার্গেটিং পড’৷ এর মাধ্যমে নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম বায়ুসেনা৷ তবে কয়েক দশক ধরে চলতে থাকা জেটগুলিকে বাতিল করার পরিকল্পনা নেওয়ার কথাও ভাবছে বায়ুসেনা৷ এদিন সেরকমই এক জাগুয়ার নিয়ে নিয়মমাফিক মিশন বা প্রশিক্ষণে বেরিয়েছিলেন চালক৷ কিন্তু ফেরা হল না তাঁর৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক গোলোযোগের কারণেই এই বিপত্তি৷ তবে পুরো ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.