Advertisement
Advertisement
জ্যোতিপ্রকাশ নিরালা

আর্থিক সংকটে শহিদের পরিবার, জওয়ানের বোনের বিয়ে দিলেন গরুড় কম্যান্ডোরা

বায়ুসেনার জওয়ানদের এই পদক্ষেপকে কুর্নিশ৷

IAF's Garud commandos lend helping hand in martyred's sister's wedding
Published by: Tanujit Das
  • Posted:June 16, 2019 5:43 pm
  • Updated:June 16, 2019 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সালটা ২০১৭৷ উত্তপ্ত জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হন ভারতীয় বায়ুসেনার গরুড় কম্যান্ডো জ্যোতিপ্রকাশ নিরালা৷ কিন্তু তারপর? শহিদ জওয়ানের পারিবারিক খোঁজ কী কেউ নিয়েছে? কীভাবে দিন কেটেছে তাঁর পরিবারের সদস্যদের? তাঁদের আর্থিক অবস্থাই বা কেমন ছিল? কেউ জেনেছে? না, তেমন কেউ খোঁজ রাখেনি৷ যাঁরা রেখেছিলেন, তাঁরা হলেন শহিদ জওয়ান জ্যোতিপ্রকাশের এক সময়ের সহকর্মী৷ বায়ুসেনার গরুড় কম্যান্ডোরা৷ আর সেজন্য শহিদ জওয়ান জ্যোতিপ্রকাশের অবর্তমানে, তাঁর বোনের বিয়ের সমস্ত ব্যবস্থা করলেন সেই জওয়ানরাই৷ দায়িত্ব নিয়ে, দাঁড়িয়ে থেকে শহিদের বোনের বিয়ের শুভ কাজ সম্পন্ন করলেন তাঁরা৷ দিলেন প্রাণভরা আশীর্বাদ৷

[ আরও পড়ুন: তাপপ্রবাহের জের, ২৪ ঘণ্টায় বিহারে মৃত কমপক্ষে পঞ্চাশ ]

Advertisement

জানা গিয়েছে, জীবনের শেষদিনেও দেশরক্ষার দায়িত্ব পালন করেছিলেন জ্যোতিপ্রকাশ৷ পাঁচ জঙ্গিকে নিকেশ করে মৃত্যুবরণ করেছিলেন তিনি৷ তাঁর এই বীরত্বকে স্বীকৃতি দিয়ে, ২০১৮-এর প্রজাতন্ত্র দিবসে শহিদ জওয়ানকে সম্মান জানিয়েছিল কেন্দ্র৷ তাঁকে ‘অশোক চক্র’ পুরস্কার প্রদান করেছিল কেন্দ্র৷ কিন্তু পরিবারের একমাত্র চাকুরিজীবী ছেলে শহিদ হওয়ার পর চরম আর্থিক সংকটে ভুগছিল জ্যোতিপ্রকাশের পরিবার৷ মেয়ের বিয়ে দেওয়ারও সামর্থ ছিল না তাঁদের৷ কিন্তু তখনই নিরালা পরিবারের পাশে দাঁড়ায় জ্যোতিপ্রকাশের এক সময়ের সহকর্মীরা৷ পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন বায়ুসেনার গরুড় কম্যান্ডো বাহিনীর জওয়ানরা৷

[ আরও পড়ুন:  দিল্লিতে নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং, বিজেপিতে যোগদানের সম্ভাবনা ] 

সূত্রের খবর, গরুড় ফোর্সের প্রত্যেক জওয়ান ৫০০ টাকা করে দিয়ে, মোট পাঁচ লক্ষ টাকা তুলে দেন শহিদের পরিবারের হাতে৷ সেই টাকা দিয়েই সম্প্রতি পাটনায় শুভবিবাহ সম্পন্ন হয়েছে শহিদ জ্যোতিপ্রকাশের বোনের৷ সোশ্যাল মিডিয়ায় দৌলতে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সেই বিয়ের ছবি৷ যেখানে দেখা গিয়েছে, বায়ুসেনার গরুড় কম্যান্ডোরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন৷ এবং শহিদ জ্যোতিপ্রকাশের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন৷ এই ছবি ছড়িয়ে পড়তেই ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement