সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইবার জগতে শত্রুর হানা রুখতে আরও সক্রিয় হচ্ছে ভারতীয় বায়ুসেনা (IAF)৷ আমদানি করা হবে এমন ল্যাপটপ, যা সম্পূর্ণ হ্যাকিং প্রুফ৷ অতি বড় হ্যাকারও যেখান থেকে তথ্য চুরি করার সাহস পাবে না বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, খুব শিগগিরি আইএএফ কর্মীদের হাতে তুলে দেওয়া হবে এই নতুন ল্যাপটপগুলি৷
এসবিআই ব্যাঙ্কের নয়া নিয়ম, লাগু হচ্ছে ১ এপ্রিল থেকেই
বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানি ও চিনের হ্যাকারদের নজরে রয়েছে ভারতীয় সেনার সাইটগুলি৷ একাধিকবার হ্যাকারদের কবলেও পড়তে হয়েছে সাইটগুলিকে৷ অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, সেনাকর্মীরা নিজস্ব ল্যাপটপ ব্যবহার করার সময় সুযোগ বুঝে থাবা বসিয়েছে হ্যাকাররা৷ সেই কারণেই কর্মীদের হ্যাক-প্রুফ ল্যাপটপ দেবে আইএএফ৷ যাতে ইন্টারনেটের বদলে থাকবে শুধু এয়ার ফোর্স নেটওয়ার্ক (AFNET)৷ শুধু বিমানবাহিনীর ঘাঁটিগুলিতেই সক্রিয় থাকবে এই নেটওয়ার্ক৷
আপডেটের গেরো, এই ফোনে আর কাজ করবে না Whatsapp!
কেবল ল্যাপটপ নয়, কর্মীদের হাতে হ্যাক-প্রুফ স্মার্টফোনও তুলে দিতে চলেছে ভারতীয় বিমানবাহিনী৷ যাতে থাকবে ভিডিও ও ভয়েস কলিংয়ের সুবিধা৷ সবটাই এয়ার ফোর্স নেটওয়ার্কের অধীনে৷ তবে এতে স্মার্ট অ্যাপ গুলি ব্যবহার করা যাবে না৷ কারণ নিরাপত্তা ব্যবস্থা সেভাবেই গড়ে তোলা হবে৷ বিশেষজ্ঞদের মতে, স্মার্ট অ্যাপের জনপ্রিয়তাই সাম্প্রতিক কালে অনেক গোপন তথ্য ফাঁস হওয়ার জন্য দায়ী৷ সেই কারণেই এই পদক্ষেপ৷
আধার কার্ড না থাকলে আর মিলবে না মিড ডে মিল
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.