Advertisement
Advertisement

বীর অভিনন্দনের কাহিনি এবার পাঠ্যবইতে

ঘোষণা রাজস্থানের শিক্ষামন্ত্রীর৷

 IAF pilot Abhinandan will now be part of Rajasthan school syllabus
Published by: Tanujit Das
  • Posted:March 6, 2019 5:24 pm
  • Updated:March 6, 2019 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত মায়ের বীর সন্তান বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানে কাহিনি এবার অন্তর্ভুক্ত হচ্ছে স্কুলপাঠ্যে৷ সৌজন্যে রাজস্থান সরকার৷ সোমবার এমনই ঘোষণা করেন সেরাজ্যের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং দোতাসরা৷ টুইটারে তিনি জানান, বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের কাহিনি পড়ুয়াদের জানা উচিত৷ তাঁর কৃতিত্বকে সম্মান জানিয়েই অভিনন্দনের কাহিনি স্কুলপাঠ্যে অন্তর্ভুক্ত করবে সরকার৷ একই ঘোষণা ফেসবুকেও করেন রাজস্থানের শিক্ষামন্ত্রী৷এবং AbhinandanDiwas হ্যাশট্যাগ ব্যবহার করেন তিনি৷

[পরবর্তী এয়ারস্ট্রাইকে বিরোধীদের বেঁধে নিয়ে যাওয়া হোক, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর ]

Advertisement

তবে কোনও শ্রেণির পাঠ্য বইতে কমান্ডার অভিনন্দনের কাহিনি অন্তর্ভুক্ত হবে, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য দেননি রাজস্থানের শিক্ষামন্ত্রী৷ কেবল অভিনন্দনই নয়, রাজস্থানের স্কুলপাঠ্যে যুক্ত হতে চলেছে পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলাও৷ আগেই একথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং দোতাসরা৷ ইতিমধ্যে রাজ্যের স্কুলশিক্ষা দপ্তরের কাছে এই প্রস্তাব পেশ করেছেন শিক্ষামন্ত্রী৷ সূত্রের খবর, মন্ত্রীর প্রস্তাব মুহূর্তে মধ্যে লুফে নিয়েছে সংশ্লিষ্ট দপ্তর৷ আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠক্রমে পুলওয়ামার ঘটনা অন্তর্ভুক্ত হবে৷ ইতিহাস ও ঐতিহ্যকে গুরুত্ব না দেওয়ার অভিযোগে পূর্ববর্তী বিজেপি সরকারের বিরুদ্ধে বারাবার সরব হতে দেখা গিয়েছে রাজস্থানে বর্তমান শাসক কংগ্রেসকে৷ ক্ষমতায় আসার পর থেকেই, দেশের সেনা ও ইতিহাসকে গুরুত্ব দিতে শুরু করেছে কংগ্রেস সরকার৷ এবং স্কুল পাঠ্যবইতে একের পর এক ঐতিহাসিক বিষয় ও সেনার বীরগাথা তুলে ধরতে শুরু করেছে সরকার৷ যাতে নয়া সংযোজন পুলওয়ামার ঘটনা ও কমান্ডার অভিনন্দন বর্তমান৷

[চুরি গিয়েছে রাফালে সংক্রান্ত নথি, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র]

পুলওয়ামার বদলা নিতে গত ২৬ ফেব্রুয়ারি পাক ভূমিতে ঢুকে তিনটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দিয়ে আসে ভারতীয় বায়ুসেনা৷ এই সন্ত্রাসদমন অভিযানের পরের দিনই আকাশসীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়ে পাক যুদ্ধবিমান৷ কিন্তু ভারতীয় বায়ুসেনার তৎপরতায় তারা পিছু হঠতে বাধ্য হয়৷ পাক বিমানের পিছু ধাওয়া করতে করতে সীমানা অতিক্রম করে পাক অধিকৃত অংশে ঢুকে পড়ে ভারতের যুদ্ধবিমান মিগ-২১ বাইসন৷ যার পাইলট ছিলেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ ভারতের যুদ্ধবিমানটিকে গোলা ছুঁড়ে নিচে নামায় পাক সেনা৷ পাকিস্তানের হাতে বন্দি হন অভিনন্দন বর্তমান৷ মৃত্যু নিশ্চিত জেনেও শত্রুর সামনে নিডর ছিলেন ভারতের এই বীর জওয়ান৷ একটানা প্রায় ষাট ঘণ্টা আটকে রাখার পর ভারতের চাপের কাছে নতিস্বীকার করে পাকিস্তান৷ অবশেষ অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয় ইমরান সরকার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement