Advertisement
Advertisement

পাকিস্তান থেকে দেশে ফিরলেন বায়ুসেনার বীর পাইলট অভিনন্দন, আপ্লুত দেশবাসী

দেখুন সেই আবেগঘন মুহূর্ত।

 IAF pilot Abhinandan returns home
Published by: Tanujit Das
  • Posted:March 1, 2019 9:14 pm
  • Updated:March 1, 2019 9:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ জয় করে ঘরে ফিরল ভারত মায়ের বীর সন্তান৷ সমস্ত আশঙ্কাকে উড়িয়ে শত্রুদেশ পাকিস্তান থেকে সুস্থ ভাবে নিজের মাতৃভূমিতে ফিরলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ ভারত-পাক সীমান্তের ওয়াঘা বর্ডারে অভিনন্দনকে স্বাগত জানালেন বায়ুসেনার দুই ভাইস মার্শাল প্রভাকরণ ও আরজিকে কাপুর৷ এবং ফুল-মালা-মিষ্টি, ঢোলের তাল, শঙ্খ ধ্বনি ও তেরঙ্গা নিয়ে তাঁকে স্বাগত জানালেন বিপুল সংখ্যক জনতা৷ শুক্রবার সকাল থেকেই ওয়াঘা সীমান্তে ছিল সাজ সাজ রব৷ দেশের বীর সন্তানকে স্বাগত জানাতে নজরকাড়া ব্যবস্থা করা হয় সেখানে৷ রাখা হয় আঁটসাট নিরাপত্তা ব্যবস্থাও৷ ভারতের তরফে একদিনের জন্য বন্ধ রাখা হয় বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠান৷

[দেশবিরোধী কাজে যুক্ত থাকায় কাশ্মীরে নিষিদ্ধ জামাত, রাডারে হুরিয়তও ]

Advertisement

গত বুধবার ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে আসে পাক বায়ুসেনার যুদ্ধবিমান এফ-১৬৷ তাকে ধাওয়া করতে করতে সীমানা টপকে পাকিস্তানে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান৷ যার পাইলট ছিলেন অভিনন্দন বর্তমান৷ পাক সেনার হাতে বন্দি হন তিনি৷ এরপরই আটক পাইলটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কালো মেঘ ছেঁয়ে যায় দেশবাসীর মনে৷ অভিনন্দনকে নিঃশর্ত মুক্তির জন্য পাকিস্তানের উপর চাপ তৈরি করতে থাকে ভারত৷ অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে নতিস্বীকার করে পাকিস্তান৷ উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে শুক্রবার মুক্তি দিল ইসলামাবাদ। অভিনন্দনকে যুদ্ধবন্দি দশা থেকে মুক্তি দিয়ে সরকারিভাবে ভারতের হাতে তুলে দেওয়া হয়৷ বুধবার পাকিস্তানে বন্দি হওয়ার পর থেকে অভিনন্দনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ তাঁকে নিয়ে বীরপুজো শুরু হয় গোটা দেশে। পাক সেনার হেফাজতে থাকার সময় চায়ের কাপ হাতে যেভাবে দৃপ্তভঙ্গিতে তিনি চোখে চোখ রেখে জবাব দেন, তাতে অভিনন্দনের নামে জয়ধ্বনি ওঠে প্রতিবেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালেও। তাঁর মুক্তির দাবিতে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। মুক্তি নিশ্চিত হতেই শুভেচ্ছার বন্যায় ভেসে যায় অভিনন্দন ও তাঁর পরিবার।

[কীভাবে পুলওয়ামায় পাচার করা হয় বিস্ফোরক, মিলল উত্তর ]

বন্দিদশায় পাক সেনার প্রশ্নের জবাবে অভিনন্দন বার বার জোরাল গলায় বলেছেন, ‘আই অ্যাম নট সাপোসড টু টেল ইউ’ (এটা আমার তো বলার কথা নয়)। তাঁর দৃপ্ত ভঙ্গির এই কথাটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লোকের মুখে মুখে ফিরছে কথাটি। ভারত-পাক সংক্রান্ত পোস্ট হওয়া যে কোনও খবরে বেশিরভাগ মানুষ স্মাইলি দিয়ে বা অ্যাটিটিউড দেখিয়ে পোস্ট করছেন ‘অভিনন্দন বাণীটি’।

 

 

অলংকরণ: সুযোগ বন্দ্যোপাধ্যায়

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement