Advertisement
Advertisement

Breaking News

IAF

পাকিস্তানের ভেবে ভারতীয় বায়ুসেনার কপ্টারেই গুলি! ‘দোষী’ গ্রুপ ক্যাপ্টেনকে বরখাস্তের সুপারিশ

ওই ঘটনায় ছ'জন বায়ুসেনা কর্মী ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল।

IAF Officer Dismissed From Service For Shooting Own Mi-17 Helicopter। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 12, 2023 12:47 pm
  • Updated:April 12, 2023 12:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় বায়ুসেনার এক হেলিকপ্টারকে ভুল করে গুলি করে ভূপতিত করার অভিযোগে গ্রুপ ক্যাপ্টেনকে দোষী সাব্যস্ত করে বরখাস্ত করার সুপারিশ করল সামরিক আদালত। সুমন রায়চৌধুরী নামের ওই বায়ুসেনা অফিসার ছিলেন শ্রীনগরের বায়ুসেনা ঘাঁটির সিওও। তাঁর কোর্ট মার্শাল ও শাস্তির বিষয়টি এবার বায়ুসেনা (IAF) প্রধানের অনুমোদনের অপেক্ষায়।

পাক ভূখণ্ড বালাকোটে এয়ারস্ট্রাইকের পরদিনই এই ঘটনা ঘটেছিল বুদগামে। ওই দুর্ঘটনায় ছ’জন বায়ুসেনা কর্মী ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে ছিলেন কপ্টারটির দুই চালকও। গ্রুপ ক্যাপ্টেন ছাড়াও দুই এয়ার কমান্ডার ও দুই ফ্লাইট লেফটেন্যান্টের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুমন রায়চৌধুরীর বিরুদ্ধে মূল অভিযোগ, ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ ভঙ্গ করে ওই চপারটিকে গুলি করে নামানোর সিদ্ধান্ত নেওয়া। তাঁর বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ এখনও না নেওয়া সত্ত্বেও সুমনের আইনজীবী জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি হাই কোর্টের দ্বারস্থ হবেন।

Advertisement

[আরও পড়ুন: কর্ণাটকে ভোটের আগে বড় চমক! ৭১ হাজার সরকারি চাকরির নিয়োগপত্র দেবেন মোদি]

প্রসঙ্গত, এই ঘটনার আগের দিনই পাকিস্তানকে প্রত্যাঘাত করতে ভারতীয় বায়ুসেনা হামলা চালায় বালাকোটে। এই ঘটনার ১০০ কিমি দূরে ওই চপারের দুর্ঘটনাটি ঘটে। গুলি চালানোর মিনিট দশেকের মধ্যেই সেটি আছড়ে পড়ে মাটিতে। ভুল করে ওই কপ্টারটিকে শত্রুদেশের কপ্টার হিসেবে চিহ্নিত করেছিলেন গ্রুপ ক্যাপ্টেন।

[আরও পড়ুন: কর্ণাটকে ভোটের আগে বড় চমক! ৭১ হাজার সরকারি চাকরির নিয়োগপত্র দেবেন মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement