সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহেই বাগদান সেরেছিলেন। কিন্তু নতুন জীবন শুরুর আগেই মৃত্যু হল ভারতীয় বায়ুসেনা জওয়ানের। বায়ুসেনার জাগুয়ার বিমান ভেঙে পড়ে ওই জওয়ানের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে তাঁদের বিমানে। তবু যুদ্ধবিমানটি যেন লোকালয়ে ভেঙে না পড়ে, সেই চেষ্টা করেছিলেন জওয়ান। শেষ পর্যন্ত তিনি নিজেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে।
গুজরাটের জামনগরে বুধবার রাতে ভেঙে পড়ে বায়ুসেনার জাগুয়ার বিমান। দুই আসনের বিমানে পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদব। বায়ুসেনার বিবৃতিতে বলা হয়েছে, ওই বিমান আকাশে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমান ভেঙে পড়বে বুঝতে পেরে সিদ্ধার্থ চেষ্টা করেন যেন লোকালয় থেকে দূরে সরে যেতে পারেন। আমজনতার ক্ষতি এড়াতেই এই সিদ্ধান্ত নেন তিনি। জামনগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের একটি মাঠে অবশেষে ভেঙে পড়ে জাগুয়ারটি। বিমান ভেঙে পড়ার ভিডিওটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় হরিয়ানার জওয়ান সিদ্ধার্থের। তবে জীবিত উদ্ধার করা গিয়েছে জাগুয়ারে থাকা অপর জওয়ানকে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। অন্যদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান সিদ্ধার্থের বাবা সুশীল। তিনি জানান, গত সপ্তাহেই ছেলের বাগদান হয়েছিল। পড়াশোনাতেও খুব ভালো ছিলেন জওয়ান। যেভাবে অন্যদের প্রাণ বাঁচাতে গিয়ে আত্মবলিদান দিয়েছেন সিদ্ধার্থ, তাতে গর্ব বোধ করছেন বাবা।
সুশীল বলছেন, “আমার বাবা-ঠাকুরদা সেনাবাহিনীতে ছিলেন। আমি নিজেও বায়ুসেনায় ছিলাম। কিন্তু সিদ্ধার্থ আমার একমাত্র ছেলে। তাই ওর মৃত্যু মেনে নেওয়া খুব দুঃখের।” যদিও জওয়ানের মৃত্যুতে ফের প্রশ্ন উঠছে বায়ুসেনা বিমানের নিরাপত্তা নিয়ে। মাঝআকাশে কেন যান্ত্রিক ত্রুটির কবলে পড়ল জাগুয়ার, সেই প্রশ্নের উত্তর নেই বায়ুসেনার কাছে। আপাতত ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে বায়ুসেনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.