সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর ভারত ও চিনের সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানের মধ্যে অরুণাচল প্রদেশে বিশালাকায় গ্লোবমাস্টার বিমান নামিয়ে শক্তি প্রদর্শন করল ভারতীয় বায়ুসেনা৷ বৃহস্পতিবার চিন সীমান্ত থেকে মাত্র ২৯ কিমি দূরে মেচুকা অ্যাডভান্সড এয়ার ল্যান্ডিং গ্রাউন্ডে সি-১৭ গ্লোবমাস্টার সামরিক বিমানটি ল্যান্ড করে৷ তিমি মাছের আকারের অতিকায় সাইজের এই বিমান সেনা জওয়ান, সামরিক সরঞ্জাম, রসদ ও ভারি অস্ত্রশস্ত্র সীমান্তে যুদ্ধরত জওয়ানদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে৷
একদিকে লাদাখ সীমান্তে যখন লাল ফৌজের বিক্ষিপ্তভাবে চলতে থাকা অনুপ্রবেশ রুখতে সেনা সংখ্যা বাড়াচ্ছে ভারত, তখন অরুণাচল প্রদেশের সিয়াং জেলার মেচুকা বিমানঘাঁটিতে গ্লোবমাস্টার নামিয়ে চিনকে কড়া বার্তা দিল ভারত৷ প্রতিরক্ষামন্ত্রক সূত্রের খবর, খারাপ ও দুর্গম রাস্তার কারণে অসমের ডিব্রুগড় থেকে ৫০০ কিমি দূরে মেচুকা পৌঁছতে অন্তত দু’দিন লাগে৷ কিন্তু গুয়াহাটি থেকে রসদ নিয়ে মাত্র দু’ঘণ্টায় চিন সীমান্তে মেচুকা পৌঁছতে সক্ষম এই গ্লোবমাস্টার বিমান৷ এদিকে লাদাখের লে থেকে ২৫০ কিমি দূরে ডেমচকে সীমান্তের ওপারে বেশ কিছু নির্মাণকাজ চালাচ্ছিল চিনাবাহিনী৷ উপস্থিত ছিল ৫৫ জন চিনা সেনাও৷ কিন্তু ভারতীয় জওয়ানদের তীব্র আপত্তিতে নির্মাণকাজ বন্ধ রেখে নিয়ন্ত্রণরেখার ওপারে সরে যায় লাল ফৌজ৷
অন্যদিকে বৃহস্পতিবার পাকিস্তানকে ফের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ তাঁর সাফ কথা, সীমান্তে মুখোমুখি সংঘর্ষে পাকিস্তান আগেও পারেনি৷ ভবিষ্যতেও পারবে না৷ অনেকবার জম্মু ও কাশ্মীর দখলের চেষ্টা করেছে তারা৷ কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে৷ তাই এবার জম্মু ও কাশ্মীর নিজেদের কব্জায় আনার জন্যে ‘ছায়াযুদ্ধ’ চালাচ্ছে পাকিস্তান৷ কিন্তু সীমান্তের ভারতীয় জওয়ানরা তার উপযুক্ত জবাব দিচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.