Advertisement
Advertisement

Breaking News

এএন-৩২

উদ্ধার অভিশপ্ত এএন-৩২ বিমানের যাত্রীদের দেহ, আনা হচ্ছে বায়ুসেনা ঘাঁটিতে

অরুণাচলের লিপো অঞ্চলে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়৷

IAF An-32 crash: 13 Bodies found in Arunachal Pradesh
Published by: Bishakha Pal
  • Posted:June 20, 2019 3:54 pm
  • Updated:June 20, 2019 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশে ভেঙে পড়া ভারতীয় বায়ুসেনার বিমান এএন-৩২-এর ১৩ জন যাত্রীর দেহাংশ উদ্ধার করা হল। এঁদের মধ্যে ৬ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। বাকি ৭ জনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। বৃহস্পতিবার যদি আবহাওয়া ঠিক থাকে, তাহলে উদ্ধার হওয়া দেহ ও দেহের অবশিষ্টাংশ অসমের জোরহাটে নিয়ে আসা হবে।

গত ৩ জুন দুপুর ১টা নাগাদ অসমের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকা ভ্যালির অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের দিকে যাওয়ার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ভারতীয় বায়ুসেনার এএন-৩২ পণ্যবাহী বিমানটি৷ তখন বিমানটিতে সওয়ার ছিলেন আটজন কর্মী ও পাঁচজন যাত্রী-সহ মোট ১৩ জন৷ জানা গিয়েছে, উড়ানের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির৷ তারপর থেকেই শুরু হয় তল্লাশি৷ ১২,০০০ ফুট উচ্চতায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়। বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়, বিমানের কোনও যাত্রী বেঁচে নেই।

Advertisement

[ আরও পড়ুন: রবীন্দ্রনাথের আদর্শে চলবে নতুন ভারত, ১৭তম লোকসভার সূচনায় বার্তা রাষ্ট্রপতির ]

গত সপ্তাহে অরুণাচল প্রদেশের প্রত্যন্ত লিপো অঞ্চলে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়৷ বায়ুসেনা একটি বিবৃতি মারফৎ জানায়, ঘটনায় নিহত হয়েছেন বিমানটির ১৩ জন যাত্রী৷ উদ্ধারকাজে নামানো হয় বায়ুসেনার সি-১৩০জে বিমান, সুখোই এসইউ-৩০, নৌসেনার পি ৮-আই বিমান। এছাড়াও সেই অভিযানে অংশ নেয় সেনা হেলিকপ্টার। সাহায্য নেওয়া হয় ইসরো-র উপগ্রহ চিত্র এবং ড্রোনের। রাতেও লাগাতার অভিযান চালানো হচ্ছিল গত কয়েকদিন ধরেই। কিন্তু বাদ সাধে আবহাওয়া। এর মাঝেই দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ককপিট ভয়েস রেকর্ডার (CVR) ও ফ্লাইট ডেটা রেকর্ডার বা ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্সটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল।

তবে খারাপ আবহাওয়া ও তুমুল বৃষ্টির জেরে খাড়াই অঞ্চলটি থেকে হেলিকপ্টারে নিহতদের দেহ তোলা যাচ্ছিল না৷ শেষমেশ সেনা ও বায়ুসেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দল, স্থানীয় প্রশাসনের কর্মীদের সহযোগিতায় ৬ জনের দেহ ও ৭ জনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে৷ এগুলিকে জোরহাটের বায়ুসেনা ঘাঁটিতে নিয়ে আসা হবে৷ সেখান থেকে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে৷

[ আরও পড়ুন: মুম্বইয়ের ধাঁচে হামলার ছক কষছে আইএস, কেরলে জারি চূড়ান্ত সতর্কতা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement