Advertisement
Advertisement

Breaking News

ইস্তফা দিতে নারাজ, তামিলনাড়ুর ক্ষমতা দখলে বিদ্রোহ পন্নিরের

এআইএডিএমকে’র বিভাজন এখন সময়ের অপেক্ষা!

‘I was forced to resign’: Panneerselvam revolts 
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 8, 2017 4:27 am
  • Updated:February 8, 2017 6:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজনীতি৷ মঙ্গলবার সকালেই এআইএডিএমকে নেতা পি এইচ পান্দিয়ান এক সাংবাদিক বৈঠকে রাজ্যের আগামী মুখ্যমন্ত্রী এবং আম্মার দীর্ঘদিনের ছায়াসঙ্গী শশীকলার বিরুদ্ধে মুখ খুলেছিলেন৷ জানিয়েছিলেন দলের এবং রাজ্যের নেতৃত্ব দেওয়ার কোনও যোগ্যতা শশীকলার নেই৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই তামিলনাড়ুর রাজনীতিতে একেবারে ঝড় তুলে দিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম৷

(শীঘ্রই ভয়াবহ ভূমিকম্পে কাঁপবে উত্তর ভারত)

মঙ্গলবার রাত ন’টা নাগাদ মুখ্যমন্ত্রী হঠাৎই জয়ললিতার সমাধির কাছে হাজির হন৷ সেখানে প্রায় ৪০ মিনিট নীরব বসে থাকার পর তিনি যা সিদ্ধান্ত নিয়েছেন তাতে ইতিমধ্যেই  ঘুম উড়ে গিয়েছে এআইএডিএমকে’র শীর্ষ নেতৃত্বের৷ আম্মার সমাধির সামনেই কোনও এক দৈব মুহূর্তে তিনি সিদ্ধান্ত নেন রাজ্যের রাজনীতির হাল ফেরাতে একাই দলের তথা সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবেন তিনি৷ সাংবাদিক বৈঠকে পন্নিরের মন্তব্য, তাঁকে জোর করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করেছেন শশীকলা৷ শুধু তাই নয় তিনি আরও বলেন, “গত রবিবার বিধায়কদের নিয়ে আলোচনায় বসতে বাধ্য করা হয়েছিল৷ কিন্তু সেই আলোচনায় যে শশীকলাকে দলনেত্রীর পদ দেওয়া হবে সে বিষয়ে আমাকে অন্ধকারে রাখা হয়েছিল৷”  আম্মার সমাধির সামনে রাজ্য রাজনীতির হাল-হকিকত জানাতে চেয়েছিলেন তিনি৷ তখনও তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগও করেন তিনি৷ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন তিনি৷ কিন্তু দলের সদস্যদের মত থাকলে সেই ইস্তফা তিনি প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন৷

Advertisement

(লোকসভায় রাহুল-সহ গান্ধী পরিবারকে কটাক্ষ মোদির)

এদিকে পন্নিরসেলভমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দলের সাধারণ কর্মীরা৷ মুখ্যমন্ত্রীর এই একলা চলার লড়াইকে স্বাগত জানিয়ে ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঝড় তুলেছেন দলের একাংশ৷ অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে দলের মধ্যে বিভাজন রীতিমতো স্পষ্ট হয়ে উঠেছে৷  পন্নিরসেলভমের এই কাজে বিজেপির মদত রয়েছে বলেও সন্দেহ করছেন দলের বিশেষজ্ঞরা৷

অন্যদিকে, পন্নিরের এই বিতর্কিত বক্তব্যের পর রাতারাতি তাঁকে এআইএডিএমকে’র কোষাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement