Advertisement
Advertisement

Breaking News

Priyanka Gandhi

‘রাহুল নয়, মোদিকে হারাতে প্রধানমন্ত্রীর মুখ করা হোক প্রিয়াঙ্কাকে’, দাবি বর্ষীয়ান কং নেতার

রাহুল সম্পর্কে তাঁর মত, কংগ্রেসের প্রাক্তন সভাপতি এই মুহূর্তে তপস্বীর ভূমিকায়।

I want to appeal to declare Priyanka Gandhi as PM candidate, says Acharya Pramod। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 18, 2023 3:16 pm
  • Updated:May 18, 2023 3:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Election) কাউন্ট ডাউন কার্যতই শুরু হয়ে গিয়েছে। সদ্য কর্ণাটকে বিরাট জয় পেয়েছে কংগ্রেস (Congress)। আর তারপর থেকেই লোকসভা নির্বাচনকে ঘিরে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে হাত শিবির। যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে, মোদির বিপরীতে কে হবেন বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ? এই পরিস্থিতিতে প্রবীণ কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণণ দাবি করলেন, প্রধানমন্ত্রীর মুখ করা হোক প্রিয়াঙ্কা গান্ধীকে।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রমোদকে বলতে শোনা যায়, ”যদি সত্য়িই বিরোধীরা প্রধানমন্ত্রী মোদিকে ২০২৪ সালে হারিয়ে দিতে চায়, তবে এমন কোনও বড় মুখ চাই যিনি জনপ্রিয় এবং সর্বজনগ্রাহ্য। আমার মনে হয় প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) মতো জনপ্রিয় নেত্রী কেউ নেই। দাবি জানাচ্ছি, বিরোধী দলগুলি প্রিয়াঙ্কাকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হোক।”

Advertisement

[আরও পড়ুন: জ্ঞানবাপীতে ASI সমীক্ষার বিরোধিতায় সুপ্রিম কোর্টে মসজিদ কমিটি, শুক্রবারই শুনানি]

এরই পাশাপাশি রাহুল সম্পর্কে তাঁর মত, কংগ্রেসের প্রাক্তন সভাপতি এই মুহূর্তে তপস্বীর ভূমিকায়। প্রিয়াঙ্কাকে যদি বিরোধীরা প্রধানমন্ত্রী পদপ্রার্থী না করে তাহলে মোদিকে হারানো সম্ভব হবে না বলেও দাবি করেন আচার্য।

[আরও পড়ুন: কর্ণাটকের ফলের প্রভাব পড়বে না লোকসভায়! কংগ্রেসকে সতর্ক করলেন পিকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement