Advertisement
Advertisement

Breaking News

সবই বাবার কীর্তি, দাবি বিহারের প্রাক্তন টপারের

এর জন্য বিষ্ণু রায় কলেজের অধ্যক্ষ বাচ্চা রাইয়ের অবদানও কম নয়৷

'I Told Papa To Get Me Passed But He Made Me Topper' Says Bihar Prodigal Scientist Girl
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 28, 2016 5:03 pm
  • Updated:June 28, 2016 5:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনে পড়ে রুবি রায়ের থুড়ি রাইয়ের কথা? বিহারের একদা শীর্ষ স্থানাধিকারি৷ সৌজন্যে স্বনামধন্য এই ছাত্রীর কিছু বক্তব্য৷ যেমন – রাষ্ট্রবিজ্ঞান নিয়ে জিজ্ঞাসা করা হলে তার উত্তর, ওটা হেঁসেলের পাঠ৷ তুলসীদাস নিয়ে রচনার অনুরোধের তার উক্তি, ‘প্রণাম তুলসীদাসজী’৷ মহান এই কীর্তির রহস্য এবারে ভেদ হয়েছে৷

রুবি নয় এর জন্য দায়ী তাঁর বাবা৷ অভিযোগকারী স্বয়ং কীর্তিমান রুবি রাই৷ সে তো শুধু পাশ করিয়ে দেওয়ার আবদার করেছিল বাবার কাছে৷ বাবাই তাকে শীর্ষস্থান দিয়েছে৷ এর জন্য বিষ্ণু রায় কলেজের অধ্যক্ষ বাচ্চা রাইয়ের অবদানও কম নয়৷ এই দু’জনের বদান্যতায় আজ শ্রীঘরে বিহারের প্রাক্তন টপার রুবি৷

Advertisement

অন্যান্য শীর্ষস্থানাধিকারি অবশ্য ১৪ জনের প্যানেল কমিটির দ্বিতীয় পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে গিয়েছেন৷ বাবার ভালবাসার উপহারে শুধু গারদে ঠাঁই হয়েছে রুবির৷ প্রাক্তন শীর্ষস্থানাধিকারি নিজেও মনে করেন সর্বোচ্চ নম্বর পাওয়ার যোগ্য সে ছিল না৷ বড়জোর দ্বিতীয় বিভাগে পাশ করলেও হত৷ শুধু বাবার ভালবাসার ঠেলায় আজ তার এই হাল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement