ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের সঙ্গে বিরহ পর্বের মাঝেই এবার বিস্ফোরক তিরুবন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। দলে ক্রমশ তাঁকে কোণঠাসা করা হচ্ছে এমন ইঙ্গিত দিয়েই এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দল যদি তাঁকে ব্যবহার করতে না চায়, তবে তাঁর কাছে বিকল্প রয়েছে। একইসঙ্গে এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘যেখানে অজ্ঞতা সুখ, সেখানে জ্ঞানী হওয়া বোকামি।’
কেরলের তিরুবন্তপুরম কেন্দ্রের চারবারের সাংসদ শশী থারুর কংগ্রেসের শীর্ষ স্থানীয় বরিষ্ঠ নেতা। তবে গত বছর থেকেই দলের সঙ্গে সংঘাত শুরু হয়েছে তাঁর। বার বার দলের নেতৃত্বের (বলা ভালো, গান্ধী পরিবারের) বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। কংগ্রেসের সভাপতি নির্বাচনে গান্ধী পরিবারের পছন্দের প্রার্থী মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে প্রার্থীও হন তিনি। শশীর এহেন ভূমিকা ভালো চোখে দেখেনি গান্ধী পরিবার। অভিযোগ, এর পর থেকেই দলের নিষ্ক্রিয় তালিকায় ফেলে রাখা হয়েছিল শশীকে। সম্প্রতি এই ইস্যুতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শশী। সেখানে তিনি রাহুলের কাছে আর্জি জানান দলে তাঁর ভূমিকা কী হবে তা স্পষ্ট করে দেওয়ার জন্য। তবে অভিযোগ, রাহুল গান্ধী তাঁর এই আর্জিকে কোনও গুরুত্ব দেননি। ফলে কোণঠাসা শশী এবার বিদ্রোহ ঘোষণা করলেন দলের বিরুদ্ধে।
দলের বিরুদ্ধে কার্যত তোপ দেগে শশী বলেন, “তিরুবন্তপুরম থেকে চতুর্থবার সাংসদ হিসেবে আমায় বেছে নিয়েছেন মানুষ। যার অর্থ এটাই দেশের উন্নতি ও স্বতন্ত্রভাবে আমার বিচারধারা প্রকাশ করার সাহসিকতা মানুষ পছন্দ করেন। দলে আমার প্রয়োজনীয়তা রয়েছে। তবে কংগ্রেস যদি মনে করে আমার পরিষেবা দলের প্রয়োজন নেই তাহলে আমার কাছে অন্য বিকল্প রয়েছে।” শুধু তাই নয়, সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শশী আরও বলেন, “দলের অন্দরে নেতৃত্বের বিরাট সমস্যা রয়েছে। যদি কংগ্রেস তার সীমিত ভোটব্যাঙ্ককে হাতিয়ার করে কাজ চালিয়ে যায়, তাহলে কেরলে তৃতীয়বারও বিরোধী আসনে বসার লড়াই করবে দল। জাতীয় ও রাজ্যস্তরে কংগ্রেসকে আরও কাজ করতে হবে। নির্ধারিত ভোটব্যাঙ্ককে হাতিয়ার করে কখনও সরকারে আসা যায় না।”
তবে শশীর ‘বিকল্প’ বার্তায় ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। বিকল্প বলতে কী কংগ্রেস ছেড়ে অন্য দল গঠনের পথে হাঁটতে পারেন শশী থারুর তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এছাড়া আরও একটি চিরাচরিত বিকল্প হল বিজেপিতে যোগ। সে সম্ভাবনাও একেবারে এড়িয়ে যাওয়া যায় না। এক বছরেরও বেশি সময় ধরে কংগ্রেসের বিরুদ্ধে শশীকে যতখানি আক্রমণাত্মক দেখা গিয়েছে বিজেপির বিরুদ্ধে ততটা দেখা যায়নি। বরং সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের প্রশংসা করেছেন তিনি। তিনি বলেন, একজন ভারতীয় হিসেবে প্রধানমন্ত্রীর এই সফরকে আমি স্বাগত জানাব। পাশাপাশি বলেন, ‘সরকার যখন কোনও ভালো কাজ করে তখন তার প্রশংসা করা উচিত। তা সে ক্ষমতায় যেই দলই থাকুক না কেন।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.