Advertisement
Advertisement

Breaking News

Raghav Chadha

পরিণীতির সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই মদ কেলেঙ্কারির চার্জশিটে নাম! মুখ খুললেন রাঘব চাড্ডা

পরিণীতির সঙ্গে তাঁর বিয়ে নিয়ে গুঞ্জনের মাঝেই নয়া গুঞ্জন।

'I have not been named as an accused or even a suspect', Raghav Chadha says on a alleged report। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 2, 2023 3:16 pm
  • Updated:May 4, 2023 2:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিণীতি চোপড়ার সঙ্গে তাঁর বিয়ে নিয়ে গুঞ্জনের মাঝেই ছড়িয়ে পড়ল আরেক গুঞ্জন। দিল্লির আবগারি মামলায় (Delhi liquor policy case) ইডির চার্জশিটে নাকি রয়েছে রাঘব চাড্ডার (Raghav chadha) নাম। আপ নেতা অবশ্য়ই গুঞ্জনকে উড়িয়ে দিচ্ছেন। সেই সঙ্গে তিনি সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন, এমন খবর প্রকাশ না করতে। অন্যথায় কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ঠিক কী গুঞ্জন? শোনা যাচ্ছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে হওয়া বৈঠকে পাঞ্জাবের আবগারি আধিকারিক ও অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন রাঘব চাড্ডাও। এই দাবিকে নাকচ করছেন রাঘব। তাঁর কথায়, ”যে সমস্ত সংবাদ প্রতিবেদনে বলা হচ্ছে আমার নাম ইডির চার্জশিটে রয়েছে, তা তথ্যগত ভাবে সঠিক নয়। আমার ভাবমূর্তি নষ্ট করতেই এই ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: ক্ষমতায় এলে নিষিদ্ধ হবে বজরং দল! কর্ণাটকের ইস্তেহারে ঘোষণা কংগ্রেসের]

তাঁর ব্যখ্যা, ”আমার নাম অভিযুক্ত কিংবা সন্দেহভাজন হিসেবেও নেই। যা জানতে পারছি, আমার নাম উল্লেখিত হয়েছে কোনও একটা বৈঠকে ছিলাম কেবল এইটুকু অংশেই। যদিও জানি না কীসের ভিত্তিতে এমন দাবি করা হচ্ছে।” এরপরও তাঁর নাম অভিযুক্ত হিসেবে কোথাও প্রকাশিত হলে তিনি কড়া পদক্ষেপ করবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতেই গ্রেপ্তার হয়েছেন সিসোদিয়া। প্রায় ৮ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, পরিণীতির (Parineeti Chopra) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছে। এমনও শোনা যাচ্ছে,  আগামী ১৩ মে আংটি বদল করবেন দু’জনে। যদিও এই বিষয়ে প্রশ্নের উত্তরে রাঘব কেবলই বলেছেন, “রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।” এহেন পরিস্থিতিতে এবার অন্য গুঞ্জন শোনা গেল রাঘবকে নিয়ে।

[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ৪ মাস ধরে অধ্যাপিকাকে যৌন হেনস্তার অভিযোগ, FIR ডিনের বিরুদ্ধে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement