Advertisement
Advertisement
Supreme Court

জামিনের আর্জি ধৃত ‘অসুস্থ’ মন্ত্রীর, ‘গুগলে দেখেছি গুরুতর কিছু নয়’, মন্তব্য বিচারপতির

আর্থিক দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন ওই নেতা।

'I Googled it, can be cured', Supreme Court refuses bail to minister। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 28, 2023 4:35 pm
  • Updated:November 28, 2023 4:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। সুপ্রিম কোর্টে (Supreme Court) নিজের গুরুতর শারীরিক অবস্থার কথা জানিয়ে জামিনের আবেদন করেছিলেন তামিলনাড়ুর (Tamil Nadu) মন্ত্রী ভি সেন্থিল বালাজি। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি বেলা এম ত্রিবেদী জানিয়ে দেন, তিনি গুগল করে দেখে নিয়েছেন মন্ত্রীমশাইয়ের যা অসুখ তা দুরারোগ্য নয়।

বিচারপতি ত্রিবেদী ও সতীশচন্দ্র শর্মার বেঞ্চে চলছিল শুনানি। বালাজির জামিনের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ”আপনার অসুস্থতা তেমন গুরুতর বা প্রাণঘাতী বলে মনে হচ্ছে না।” আগের শুনানিতে শীর্ষ আদালত বালাজির সাম্প্রতিক মেডিক্যাল রিপোর্টগুলো চেয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: আত্মহত্যার আজব খেলা! একসঙ্গে বিষপান চার বন্ধুর, মৃত ২ তরুণী]

এদিন শুনানি শুরু হলে বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগি সমস্ত রিপোর্ট পেশ করে বলেন, ”এই মামলায় জামিন হয়। ওই ব্যক্তির বাইপাস সার্জারি হয়েছে। যে কোনও সময় তাঁর মস্তিষ্কে স্ট্রোক হতে পারে।” সঙ্গে সঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলে ওঠেন, ”সেদিক দিয়ে দেখলে ৭০ শতাংশ মানুষই অসুস্থ।” এরপরই বিচারপতি ত্রিবেদী বলেন, ”খুব একটা গুরুতর কিছু বলে তো মনে হচ্ছে না। আজকাল তো বাইপাস অ্যাপেন্ডিসাইটিসের মতো হয়ে দাঁড়িয়েছে। আমি গুগল করে দেখলাম, এটা আরোগ্যের যোগ্য।”

সেই সঙ্গে বেঞ্চ জানিয়েছে, বার বার ওই মন্ত্রী জামিনের আবেদন করলেও আদালত এতে সন্তুষ্ট নয়। তাই তাঁর আর্জি খারিজ করে দেওয়া হল। উল্লেখ্য, গত মাসে বালাজির জামিনের আর্জি খারিজ করেছিল মাদ্রাজ হাই কোর্ট। ১৩ জুন গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

[আরও পড়ুন: তেলেঙ্গানার সংবাদপত্রে কর্নাটক সরকারের ‘ঢোল পেটানো’! ক্ষুব্ধ গেরুয়া শিবির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement