সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ডাক পাননি বিরোধী ইন্ডিয়া জোটে। এই পরিস্থিতিতে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) ডাক দিলেন তৃতীয় ফ্রন্ট গড়ার। তাঁর দাবি, রাজনৈতিক যে শূন্যতা রয়েছে, তা ভরাট করার ক্ষমতা নেই ইন্ডিয়া জোটের। যা অন্য রাজনৈতিক দল নিয়ে তৃতীয় ফ্রন্ট গড়লে সম্ভব হবে। আর সেই জোটের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি আহ্বান জানালেন তেলেঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে। সেই সঙ্গে জানিয়ে দিলেন, তাঁর দলকে ইন্ডিয়া জোটে ডাকা হয়নি, এতে তিনি পরোয়া করেন না।
সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ”আমাকে যে ইন্ডিয়া জোটে (INDIA Bloc) ডাকা হয়নি, তাতে আমি পরোয়া করি না। বিএসপি প্রধান মায়াবাতী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, উত্তর-পূর্ব ও মহারাষ্ট্রের কিছু রাজনৈতিক দলও ওই জোটের সদস্য নয়। আমরা ইতিমধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরকে বলেছি তৃতীয় ফ্রন্ট গড়ে তাতে বেশ কিছু দলকে শামিল করতে। একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, যা ভরাট করা সম্ভব যদি কেসিআর নেতৃত্ব দেন। ইন্ডিয়া জোট ওই শূন্যস্থানকে ভরাট করতে পারবে না।” এরই পাশাপাশি কংগ্রেসকেও তোপ দাগতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর প্রশ্ন, ”কংগ্রেস কী করেছে সংখ্যালঘুদের জন্য? দয়া করে বলুন না ছত্তিশগড় ও রাজস্থানে ওরা কী করছে?” তাঁর মন্তব্য থেকে পরিষ্কার, কংগ্রেস বিরোধী জোট গড়তে তিনি মরিয়া।
#WATCH | On not being invited to join the INDIA alliance, AIMIM chief Asaduddin Owaisi says “I don’t care about not being invited. BSP chief Mayawati, Telangana CM K Chandrashekar Rao, and several parties from Northeast and Maharashtra are also not members of this alliance…We… pic.twitter.com/wVbZjgoY95
— ANI (@ANI) September 17, 2023
উল্লেখ্য, ইন্ডিয়া জোটের সমান্তরালে যদি সত্যিই ওয়েইসি ও কেসিআর মিলে কোনও তৃতীয় ফ্রন্ট গঠন করেন তাহলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.