সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর জন্যই প্রাণ হারাতে হয়েছে তাঁর ছেলেকে। এভাবেই আক্ষেপে ভেঙে পড়তে দেখা গেল গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদকে (Atiq Ahmed)। বৃহস্পতিবারই পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে তাঁর ছেলে আসাদ আহমেদের। সদ্য পুত্রকে হারানোর সংবাদ পাওয়া আতিককে বলতে শোনা গেল, ”আমিই দায়ী এর জন্য।” সন্তানহারার আকুতির পাশাপাশি আক্ষেপের সুরও ছিল তাঁর কণ্ঠস্বরে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
এদিন নৈনি জেলে নিয়ে যাওয়ার সময় জেল কর্তৃপক্ষের কাছে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়া আতিককে আরজি জানাতে দেখা গেল ছেলের শেষকৃত্যে যোগ দেওয়ার অনুমতি পাওয়ার। উল্লেখ্য, ২০০৫ সালে বিএসপি (BSP) নেতা রাজু পাল হত্যায় সাক্ষী ছিলেন আইনজীবী উমেশ পাল। গত ফেব্রুয়ারিতে তিনি খুন হন। উমেশকে অপহরণে দোষী সাব্যস্ত হয়েছেন গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ। উমেশের হত্যা মামলায় ‘ওয়ান্টেড’ ছিলেন আসাদ ও গুলাম। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছিল যোগীরাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আতিকের ভয় ছিল তাঁকে এনকাউন্টারের মুখে পড়তে হবে। শেষ পর্যন্ত তিনি নন, এনকাউন্টারে প্রাণ হারালেন তাঁর ছেলে।
এই ঘটনায় যোগী এবং তাঁর দল বিজেপিকে নিশানা করতে দেখা গিয়েছে উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে (Akhilesh Yadav)। তাঁর অভিযোগ, সাজানো সংঘর্ষে হত্যা করা হয়েছে আসাদকে। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) গত কয়েক বছর ধরে এমন কাণ্ডই চলছে। অখিলেশের মন্তব্য, “বিজেপি আদালতে বিশ্বাস করে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.